সকাল থেকেই রোদ ঝলমল করছে আকাশে। যদিও মাঝে মধ্যেই সূর্য মুখ ঢাকছে কালো মেঘের আড়ালে। সপ্তাহখানেক আগেও শীতের অনুভূতি পেতে শুরু করেছিলেন কলকাতা (Kolkata) শহরবাসী থেকে শুরু করে দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষজন। তবে আচমকাই যেন বদল ঘটল আবহাওয়া। যে গতিতে শীত এসেছিল ঠিক সেই গতিতেই যেন শীতল আবহাওয়া গায়েব হয়ে গেল। ফলে নভেম্বর মাসে শুরু হতেই বেজায় মন খারাপ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মানুষের। সকলের মুখে মুখে এখন একটাই প্রশ্ন শীত কবে আসবে? এদিকে আজ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে একপ্রকার চমকে দেওয়ার মতো তথ্য দিল আলিপুর মৌসম ভবন।
আজ থেকেই বাংলার কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায় এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। এদিকে আজ শহর কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাস, সেইসঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আজ শুক্রবার ও আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু জায়গায়। ফলে আপনিও যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন তাহলে ছাতা সঙ্গে করে রাখতে ভুলবেন না কিন্তু।
এদিকে বৃষ্টির পরেই ফের চোখ পাল্টি করবে আবহাওয়া। বৃষ্টির পর ফের নামবে পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা নামতে পারে বলে আশাবাদী হাওয়া অফিসের বিজ্ঞানীরা। ফলে আবার ফিরবে শীতের আমেজ। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার থেকে পারদ নামবে বেশ কিছুটা।