দক্ষিণবঙ্গের (South Bengal) কপালে প্রবল দুর্যোগ লেখা রয়েছে আজ বৃহস্পতিবার। আজ ভোররাত থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিকে ফুঁসছে সমুদ্র। ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই নিম্নচাপের চোখ রাঙানির কারণে এদিন দফায় দফায় বৃষ্টি হচ্ছে সর্বত্র। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, যত সময় এগোচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে চলেছে।
সকাল থেকেই বৃষ্টির এক প্রকার দাপট শুরু হয়েছে। লাগাতার বৃষ্টির কারণে ইতিমধ্যে একাধিক জায়গায় জল জমতে শুরু করেছে। এমনকি কলকাতায় হেদুয়া মোড়ে টানা ভারী বৃষ্টির কারণে একটি পুরনো বাড়ির একাংশ অবধি ভেঙে পড়েছে বলে খবর। এদিন দফায় দফায় কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে শুরু হয়েছে বৃষ্টিপাত। তবে এখনই কিন্তু এই বৃষ্টির দাপট থেকে রেহাই মিলবে না। এমনই পূর্বাভাস জারি করল আলিপুর মৌসম ভবন। আজ বিকেলের দিকে আবারও ঝেঁপে বৃষ্টি নামত চলেছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস সুন্দরবন অঞ্চলে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আপনারও যদি বিকেলে দুর্গাপুজোর শপিং করতে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে দয়া করে ছাতা নিয়ে বেরোতে ভুলবেন না কিন্তু। নইলে বিপদে পড়তে পারেন আপনি। আগামীকাল শুক্রবার অবধি এই বৃষ্টির দাপট চলবে। কিন্তু শনিবার থেকে আবার আবহাওয়া চোখ পাল্টি করবে। ফের সঙ্গী হবে অস্বস্তিকর গরম। এমনই জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
এদিকে আজ সারাদিন লাগাতার বৃষ্টির কারণে শহরে পারদ অনেকটাই কমে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। এই নিম্নচাপের প্রভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যদিও এই নিম্নচাপটি ধীরে ধীরে ওড়িশা উপকূলের দিকে সরে যাবে। আজ সুন্দরবনের মানুষদের ক্ষেত্রে চরম সতর্কতা জারি করা হয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দফায় দফায় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।