আজ ভারতের স্বাধীনতা দিবস (Indian Independence Day), আজ ১৫ আগস্ট। প্রতি বছর এই দিনটির জন্য মুখিয়ে থাকেন আপামর ভারতবাসী। দীর্ঘ সংগ্রামের পর ১৯৪৭ সালে মুক্তির আস্বাদ পেয়েছিল ভারতবর্ষ (India)। এখন ২০২৩ সাল। মাঝে কতগুলো বছর পেরিয়ে গেল দেখতে দেখতে। তবু প্রতি বছরের ১৫ আগস্ট কম বেশি সবার মনে একটা প্রশ্ন উঠবেই উঠবে – এবার কততম স্বাধীনতা দিবস?
আমরা যখন স্কুলে পড়তাম তখনও এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আবার চাকরি জীবনে প্রবেশ করার পরেও কেউ কেউ না এই প্রশ্ন করবেনই করবেন। স্বাধীনতা দিবস সেটা তো সবাই জানেন, কিন্তু কততম স্বাধীনতা দিবস সেটা বলতে গেলেই অনেকে হোঁচট খান। সেই সঙ্গে আবার নানা মুনির নানা মত। কেউ বলেন ভারতের স্বাধীনতা দিবসের আজ অমুক বর্ষ তো কেউ বলেন, না এটা ঠিক না।
এবারেও একই সমস্যা। কেউ বলছে এবার স্বাধীনতা দিবসের ৭৬ তম বর্ষ, তো কেউ বলছেন ৭৭ তম বর্ষ। কোনটা ঠিক? এই গুরুতর সমস্যা নিরসন করার জন্যই আজকের এই বিশেষ প্রতিবেদন। খুব সহজ অংক করলেই উত্তর পেয়ে যাবেন। সেই সঙ্গে একটু লজিক।
১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। পরের বছর মানে ১৯৪৮ সালের ১৫ আগস্ট বর্ষপূর্তি। এক বছর পূর্ণ হয়েছিল স্বাধীনতা দিবস। এই হিসেবে ধরে চলে আসুন ২০২৩ সালে। ১৯৪৮ সালে স্বাধীনতা দিবসের এক বছর পূর্ণ হয়েছিল। সেই হিসেবে এবার মানে ২০২৩ সালে পূর্ণ হল ভারতের স্বাধীনতা দিবসের ৭৬ তম বর্ষ। কিন্তু কততম স্বাধীনতা দিবস? এটার উত্তর কিন্তু ৭৬ তম হবে না। যদি কততম জিজ্ঞাসা করা হয় তাহলে বলতে হবে ৭৭ তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে ১৫ আগস্ট ভারতের প্রথম স্বাধীনতা দিবস, ১৯৪৮ সালের ১৫ আগস্ট দ্বিতীয়, সেই হিসেবে ২০২৩ সালে ১৫ আগস্ট ৭৭ তম স্বাধীনতা দিবস।