চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে হারের যে কি জ্বালা সেটা বেশ টের পাচ্ছেন পাকিস্তানের জাতীয় দলের (Pakistan national cricket team) কোচ। ভারতের কাছে পরাজয়ের পর মিকি আর্থার (Mickey Arthur) বলেছিলেন, ‘মনেই হচ্ছিল না বিশ্বকাপ খেলছি। স্টেডিয়ামে তেমন দিল দিল পাকিস্তান ধ্বনি শুনতেই পেলাম না। মনে হচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India) আয়োজিত কোনো ইভেন্টে খেলতে নেমেছি।’ মিকির এই মন্তব্যে অবশ্য কোনো কাজ হয়নি। বরং কিছু ক্ষেত্রে আগুনে ঘি পড়ার মতো কাজ করেছে পাকিস্তানের বর্তমান কোচের এহেন মন্তব্য।
এশিয়া কাপের পর বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান। পাকিস্তান দলকে নিয়ে অনেক কথা শোনা গেলেও মাঠে তার প্রতিফলন দেখা যায়নি। অন্তত ভারতের বিরুদ্ধে দেখা যায়নি। এ প্রসঙ্গে অনেকে সমর্থন করছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মন্তব্য, শাহীন আফ্রিদি ভালো বোলার। কিন্তু ওয়াসিম আক্রমের মতো নন।
ওয়াসিম আক্রম (Wasim Akram) নিজেও পাকিস্তানের জাতীয় দলের কোচ মিকি আর্থারের দিকে তোপ দেগেছেন। ওয়াসিম আক্রম বলেছেন, “ভাই আপনি আগে বলুন যে আমাদের দলের পরিকল্পনা ঠিক কী ছিল? কুলদীপ যাদবের বিরুদ্ধে খেলার জন্য কী পরিকল্পনা নিয়েছিলেন? আমরা এগুলোই শুনতে চাই। কাজের কথা ছেড়ে এধরনের মন্তব্যে আমাদের কোনো আগ্রহ নেই। যদি ভেবে থাকেন এই ধরনের মন্তব্য করে আপনি ছাড় পাবেন তাহলে একদম ভুল।”
পাকিস্তানের আরও এই প্রাক্তন ক্রিকেটারের গলায় একই সুর। মঈন খানের (Moin Khan) কথায়, “এই ধরনের কথা বলা অর্থহীন। দলের খেলায় কোথায় ভুল হয়েছে সেটা বলা উচিৎ। সে সব না করে উনি আবেগের কথা বলছেন। কোচ হিসেবে এটা ওনাকে শোভা পায় না।”