উত্তাল বঙ্গোপসাগর, চরম অশনি সংকেত! কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের এই ৩ জেলায় আবহাওয়ার রুদ্ররূপ

ঘূর্ণাবর্তের চোখ রাঙানির জেরে দফায় দফায় পাল্টি খাচ্ছে পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়া (Weather)। যে কোনও সময়ে বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নিম্নচাপটি তৈরি হলে রাজ্যের কপালে দুর্ভোগ নাচবে বলে সাফ ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবার। সপ্তাহের মাঝামাঝি থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। সকাল থেকেই হচ্ছে ছিটেফোঁটা বৃষ্টি। বইছে দমকা হাওয়া। তীব্র গরমের মাঝেই গতকাল মঙ্গলবার থেকে একটু একটু করে পাল্টাতে শুরু করেছে আবহাওয়া। গতকাল দুপুরেই একপ্রকার যেন সন্ধ্যে নেমে এসেছিল। যদিও গতকালের পর আজও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal) জন্য বৃষ্টি নিয়ে খারাপ খবর শোনালো হাওয়া অফিস।

আর মাত্র কিছুক্ষণ, ব্যস তারপরেই ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে একাধিক জেলায়। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আজ সারাদিনই বৃষ্টির দাপট চলবে বলে খবর। মূলত একের পর এক ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখার কারণে মুহূর্তে মুহূর্তে আবহাওয়া চোখ পাল্টি করছে বলে অনুমান আবহাওয়াবিদদের। যাইহোক, আজ বিকেলের মধ্যেই একাধিক জায়গায় বৃষ্টির দাপট শুরু হবে বলে খবর।

আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের তিন জেলাতে ধেয়ে আসছে বৃষ্টি ও ঝড়৷ পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আর কয়েক ঘণ্টার মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি ধেয়ে আসছে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির হাত থেকে কিন্তু রেহাই পাবে না কলকাতাও।

weather wb rain storm

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি ইতিমধ্যে শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর এটি আরও শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসবে। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে উপকূলের দিকে সেই নিম্নচাপ যাবে। এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়বে পশ্চিমবঙ্গের ওপর। এই নিম্নচাপের জেরে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে।