দিনে ১.৫ জিবি ডেটা ৬ মাস পর্যন্ত! Airtel, Jio-কে টক্কর দিতে বাজার কাঁপানো প্ল্যান Vi-র

ভারতে (India) জিওর (Jio) দাপটে মার্কেট থেকে উধাও হয়ে যায় বেশ কিছু টেলিকম কোম্পানি। কোনোমতে টিকে যায় ভোডাফোন (Vodafone Idea) এবং এয়ারটেল (Bharti Airtel)। পরর্বতী সময়ে এয়ারটেল নিজেদের ভালো উত্থান দেখাতে পারলেও ভোডাফোন এর অগ্রগতি যেন কিছুটা থমকে গিয়েছে। গ্রাহক টানার জন্য তারা একের পর এক ভালো প্ল্যান নিয়ে আসছে মার্কেটে। তেমনই এক প্ল্যানের ব্যাপারে বলতে চলেছি আপনাদের।
জিও এবং এয়ারটেল ছাড়াও ভোডাফোন আইডিয়া বেশ ভালো কিছু প্ল্যান নিয়ে এসেছে মার্কেটে। পুরো ৬ মাসের রিচার্জ অফার নিয়ে হাজির হয়েছে ভোডাফোন আইডিয়া। এই প্ল্যানে থাকছে একগুচ্ছ সুবিধা আর সাথে দুর্দান্ত সমস্ত অফার।
দীর্ঘমেয়াদি রিচার্জ করতে চাইলে ভোডাফোন আপনাদের জন্য একটি ভালো অপশন হতে পারে। ১৮০ দিনের মেয়াদের সাথে সাথে পেয়ে যাচ্ছেন দৈনিক ১.৫ জিবি হাইস্পিড ডেটা। মোট ২৭০ জিবি ডেটার সুবিধা পাবেন এই প্ল্যানে। শুধু ডেটা নয় থাকছে আরো সুবিধা। চলুন দেখে নিই এই প্ল্যানের ব্যাপারে
Vi এর ১৪৪৯ টাকার প্ল্যান : ১৮০ দিনের মেয়াদে দৈনিক ১.৫ জিবি ডেটা ছাড়াও মিলবে আনলিমিটেড ভয়েস কল আর দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা। তাই মোটের ওপর বেশ সস্তাই পড়বে এই প্ল্যান।
বেশী ডেটা চাইলে কী প্ল্যান আছে Vi এর?
দৈনিক ৩ জিবি ডেটা সহ একটি প্ল্যান রয়েছে Vi এর। ৭০ দিনের বৈধতার সাথে আসে এই প্ল্যানটি। শুধু যে দৈনিক ৩জিবি ডেটা মিলবে তাইনা, আপনি সেই সাথে পেয়ে যাবেন ৪৮ জিবি অতিরিক্ত ডেটা। আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা তো রয়েইছে সাথে।
কিন্তু এখানেই শেষ নয়, আরো অতিরিক্ত সুবিধা দিচ্ছে Vi। ডিজনি+ হটস্টারের এক বছরের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন বিনামুল্যে। এই সমস্ত কিছু মিলিয়ে আপনাদের দিতে হবে মাত্র ৯০১ টাকা। তাহলে আর দেরি না করে পছন্দমত প্ল্যান বাছাই করে নিন।