রিলায়েন্স জিও (Jio), এয়ারটেল (Bharti Airtel) টেক্কা দিতে এবার ময়দানে নামল ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। এক এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান এনে সকলকে চমকে দিল ভারতের (India) অন্যতম বিখ্যাত এই টেলিকম সংস্থা।
আপনিও যদি Vi সিম নিয়েছেন বা নেওয়ার পরিকল্পনা করছেন, তাহলে আপনার জন্য রয়েছে এক জরুরি খবর। না দেখলেই কিন্তু বড় মিস করবেন আপনি। ফলে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। Vi-এর এই নতুন প্ল্যানের আওতায় এক্কেবারে বিনামূল্যে আপনি 50GB পর্যন্ত ডেটা পেয়ে যাবেন।
এই বিশেষ অফারটি আজ স্বাধীনতা দিবসের জন্য এনেছে ভোডাফোন-আইডিয়া। এই অফারটি চলবে আগামী ১৮ আগস্ট অবধি। কোম্পানি স্বাধীনতা দিবসের অফারের অংশ হিসাবে যে কোনও ১৯৯ টাকার উপরে সমস্ত আনলিমিটেড ডেটা রিচার্জে এই ৫০ জিবি ডেটা সুবিধা দিচ্ছে।
শুধু তাই নয়, ভোডাফোন আইডিয়া গ্রাহকরা ১,৪৪৯ টাকা এবং ৩,০৯৯ টাকার রিচার্জ প্যাকে যথাক্রমে ৫০ টাকা এবং ৭৫ টাকা তাৎক্ষণিক ছাড় পাবেন। এছাড়াও, ভোডাফোন আইডিয়া গ্রাহকদের জন্য ভিআই অ্যাপে (Vi App) একটি “স্পিন দ্য হুইল” প্রতিযোগিতাও চালাচ্ছে। এই প্রতিযোগিতার অংশ হিসাবে, প্রতি ঘন্টায় একজন ভাগ্যবান বিজয়ী পাবেন ৩০৯৯ টাকার এক বছরের রিচার্জ প্যাক। এর সাথে রয়েছে ১ জিবি বা ২ জিবি অতিরিক্ত ডেটা, সনিলিভ সাবস্ক্রিপশন এবং অন্যান্য অফার। স্বাধীনতা দিবসের অফারটি ভিআই অ্যাপে লাইভ রয়েছে এবং ব্যবহারকারীরা অফারটি পেতে অ্যাপটি ডাউনলোড করতে পারেন।
এদিকে রিলায়েন্স জিও সম্প্রতি স্বাধীনতা দিবসের অফারও ঘোষণা করেছে। এই প্ল্যানের দাম ২,৯৯৯ টাকা এবং এর মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা, দৈনিক ১০০ টি এসএমএস এবং প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে।