ফিরে আসতে মন চাইবে না! খুব অল্প খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই ‘হিল স্টেশন” থেকে

ঘুরতে যাওয়ার, বিশেষত পাহাড় ঘুরতে যাওয়ার আদর্শ সময় এটা। আর তাই অনেকেই ভাবছেন ঠিক কোথায় বেড়াতে গেলে সুবিধা হয়। আর আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এক আদর্শ স্থান। যারা দার্জিলিং (Darjeeling) ঘুরে এসেছেন তাদের দার্জিলিং এর সামনেই এক দারুণ জায়গার কথা জানাবো। চলুন দেখা যাক সেই স্থান।
আজ আমরা জানাতে চলেছি শ্রীখোলার ব্যাপারে। দার্জিলিং শহর থেকে মাত্র ৮৭ কিমি দূরত্বে রয়েছে এই স্থান। রিম্বিক হয়েই যেতে হয় শ্রীখোলা। ছবির মতোই সুন্দর সেই স্থান। নিউ জলপাইগুড়িতে নেমে গাড়ি নিয়ে ঘুম রিম্বিক হয়ে যেতে পারেন শ্রীখোলা। ছবির মতো সুন্দর সেই স্থান।
ইদানিং কিছুটা ঘিঞ্জি সেই পথ। শ্রীখোলার দিকে গেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আপনার। পাহাড়ের কোলে খুবই নিরিবিলি সেই স্থান। রাত নামলে একেবারেই নিঝুম হয়ে যায় সেই পরিবেশ। সেই নীরবতাও দারুণ উপভোগ করতে পারবেন। বিশেষ করে সামনেই নদী থাকায় পাহাড়ি নদীর শব্দ আপনার কানে ভাসবে।
আপনাদের জানিয়ে রাখি যে, শ্রীখোলা সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের অন্তর্গত। আপনি যদি ফালুট হয়ে সান্দাকফু যেতে চান তাহলে পথেই পড়বে পাহাড়ের কোলে থাকা এই স্থান। ফালুট থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরেই রয়েছে শ্রীখোলা। এছাড়া এখানে দেখতে পাবেন নানান প্রজাতির পাখি।
চারিদিকেই উড়ে বেড়াতে দেখা যাবে অফুরন্ত পাখি। পাহাড়, নির্জন পরিবেশ এবং পাখিদের ভিড়ের মাঝে বেশ ভালই সময় কাটবে আপনার। ট্রেনে করে যাওয়ার ব্যাপারে তো প্রথমেই জানিয়েছি। তবে বাসে করেও যেতে পারবেন, শিলিগুড়ির বাস টার্মিনাস থেকেও গাড়ি পেয়ে যাবেন আপনি।