রাজ্যের (West Bengal) পারদ কিছুটা উর্ধ্বমুখী। অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। তারপরেও মানুষ রয়েছেন ছুটির মুডে। কেউ যাচ্ছেন সমুদ্র তো কেউ বা একটু ঠাণ্ডা হতে যাচ্ছেন পাহাড় (Hill)। কিন্তু অনেকের কাছেই এখন এই দিঘা (Digha), পুরী (Puri), দার্জিলিং (Darjeeling) একঘেঁয়ে হয়ে উঠছে। ভ্রমণপ্রিয় এমন অনেক মানুষ আছেন যারা সারাবছরই তথাকথিত জনপ্রিয় পর্যটন স্থলগুলিতে না গিয়ে একটু অফবিট জায়গায় যেতে পছন্দ করেন। আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন?
যাইহোক, এখন অনেক জায়গায় ইলিশ (Ilish) উৎসব হচ্ছে। আর বর্ষাকালে ইলিশ মাছ যদি খাবারের পেতে একটু না পড়লে বাঙালির মনটা যেমন খারাপ হয়ে যায়। এদিকে মনটাও একটু উড়ু উড়ু করছে ঘুরতে যাওয়ার জন্য? যদি আপনাকে বলি যে বাংলায় এমন একটি জায়গা আছে যেখানে আপনি ঘুরতেও যেতে পারবেন আবার উপড়ি পাওনা হিসেবে ইলিশের বিভিন্ন পদের স্বাদও উপভোগ করতে পারবেন তাহলে কেমন হয়? তাহলে ঘুরে আসতে পারেন গেঁওখালি (Geonkhali)।
এই জায়গাটিতে যেতে হলে আপনাকে মাইলের পর মাইল রাস্তা অতিক্রম মোটেও করতে হবে না। কলকাতা (Kolkata) থেকে এই জায়গাটি মাত্র কয়েক কিমি দূরে অবস্থিত। এই জায়গাটি কলকাতা থেকে হলদিয়া (Haldia) যাওয়ার পথেই পেয়ে যাবেন। এখানে আপনি দুইভাবে যেতে পারবেন, এক হল ট্রেন অন্যটি হল লঞ্চে করে। লঞ্চে করে আপনি যদি গেঁওখালি যেতে চান তাহলে আপনাকে গাদিয়ারা থেকে লঞ্চ ধরতে হবে।
এই গেঁওখালিতেই রয়েছে ইলিশ মাছের আড়ত। এখন থেকে কিনে নিয়ে যেতে পারেন ইলিশ মাছ। এছাড়া এই গেঁওখালিতে একটি চার্চও রয়েছে, যেখানে আপনি অনায়াসেই ঘুরে আসতে পারেন।