পুজোয় অনেকেই অনেক কিছু প্ল্যান করছেন। কেউ জমিয়ে শপিং করছেন, কেউ কেউ শর্ট লিস্ট করছে কোন কোন পুজো প্যান্ডেল দেখা হবে, কেউ কেউ আবার প্ল্যান করছেন পুজোর এই কটা দিন কী কী খাওয়া যায়। আবার ভ্রমণপ্রিয় বাঙালি পুজোতে বাইরে ঘুরতে যাওয়ার জন্য জায়গা দেখছেন। বেশিরভাগ লোকই প্ল্যান করছেন পাহাড় (Hill) যাওয়ার। আপনিও কি পাহাড় যাওয়ার প্ল্যান করছেন? অথচ পুজোর সময়ে দার্জিলিং (Darjeeling) ম্যালের ভিড় এড়াতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল প্রতিবেদনটি।
আজ আপনি উত্তরবঙ্গের (North Bengal) এমন এক জায়গার সন্ধান পাবেন যেখানে গেলে আপনি মনে করবেন সুইজারল্যান্ডে (Switzerland) এসে হাজির হয়েছেন। এই অফবিট ডেস্টিনেশনটির নাম হল তোরয়ক (TORYOK)।
এখানে আপনার ঘুম ভাঙবে পাখিদের কলরবে, নদীর জলের কলকল আওয়াজে। ঘুম থেকে উঠেই একবার ভাবুন তো যদি সাদা মেঘ ভাসতে দেখেন, হাতে চা বা একটু কফি থাকল তাহলে কেমন হয়? এই জায়গাটি উত্তরবঙ্গের আরও এক বিখ্যাত জায়গা সিটং-র খুব কাছেই অবস্থিত। এটি আসলে আপার সিটং-এ অবস্থিত। এখানকার জনবসতি খুবই কম।
এই তোরয়ক খুবই ছোট জায়গার মধ্যে গড়ে উঠেছে। আপনিও যদি একটু কোলাহল থেকে মুক্তি পেতে চান, শান্তিতে কয়েকটা দিন কাটানোর জন্য এই তোরয়ক আপনার আদর্শ ঠিকানা। এখান থেকে আপনি সুদৃশ্য কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga) দেখতে পারবেন সহজেই। এখানে থাকার জন্য আপনি অনেক হোমস্টেও পেয়ে যাবেন।
এখন নিশ্চয়ই ভাবছেন এই তোরয়কে কীভাবে যাবেন? তাহলে আপনাদের জানিয়ে দিই, শিলিগুড়ি থেকে এই জায়গাটির দূরত্ব মোটামুটি ৬৮ কিমি মতো। আপনি সরাসরি এনজেপি থেকে গাড়ি নিয়েও আসতে পারেন। তবে আপনি যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে আপনাকে দিলারাম পর্যন্ত আসতে হবে। এরপর সেখান থেকে তোরিয়াক আসতে পারেন। এখানে বিভিন্ন হোমস্টেতে আপনি ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে একদিন কাটাতে পারবেন।