ভুলে যান দিঘা-পুরী! সামান্য খরচে ঘুরে আসুন কলকাতার পাশের এই ‘মিনি গোয়া” থেকে, মিলবে স্বর্গসুখ

বর্তমান সময়ে ব্যস্ততা বেড়েছে। কাজের চাপে অতিষ্ট জীবন থেকে বেরোনোর জন্য সামান্য ঘুরে আসা অতীব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কিন্তু কাজের মাঝে নিজের জন্য সময় বের করা অতীব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আর সেজন্যই আমরা হাজির হয়েছি এক বিশেষ ভ্রমণস্থলের খোঁজ নিয়ে।

কাজের মাঝে রিফ্রেশমেন্ট অত্যন্ত বেশি প্রয়োজন। কিন্তু দূরে কোথাও যাওয়ার মতো ছুটি পাওয়া দায় হয়ে ওঠে। আর সেখানেই আমরা আপনাদের সাহায্যার্থে হাজির হয়েছি। কলকাতার (Kolkata) কাছেই রয়েছে এক মিনি গোয়া (Goa), আর তার সম্পর্কে জানাতে চলেছি আমরা। দু’দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন এই সমুদ্র সৈকতে।

স্থান বকখালির (Bakkhali) পাশেই অবস্থিত লক্ষ্মীপুর সমুদ্র সৈকত। তিলোত্তমা কলকাতা থেকে মাত্র ১৩৬ কিমি দূরে এই স্থান। ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন। আর সাথে পকেটও হালকা হবেনা আপনার। মাত্র ১২০০ টাকাতেই ঘোরা হয়ে যাবে।

img 20201220 164128 copy 960x540.jpg

আপনি চাইলে সেখানে রাত্রিবাসও করতে পারেন। রয়েছে এসি/নন-এসি ঘর। সাধ্যমতো বুক করতে পারবেন আপনি। দুপুর এবং রাত্রিবেলা খাওয়ার বন্দোবস্ত থাকছে সেখানে। মান এবং দাম দুটোই পকেট হাল্কা করবেনা আপনার।

তাহলে সেখানে যাবেন কীভাবে?
শিয়ালদহ স্টেশন (Sealdah) থেকে ট্রেন ধরে নেমে পড়ুন নামখানা (Namkhana) স্টেশনে। এরপর সেখান থেকে বাস বা গাড়িতে করে কয়েক মিনিটেই পৌঁছে যাবেন নিজের গন্তব্যে। মাত্র ৩০ মিনিটের হাঁটা পথে পৌঁছে যাওয়া যাবে লক্ষ্মীপুর সমুদ্র সৈকত। তাহলে আর দেরি না করে ঘুরে আসুন অনন্য সুন্দর এই স্থান।