একদিকে ভারত (India) যেমন এশিয়া কাপ (Asia Cup) খেলায় ব্যস্ত। তেমনই আরেকদিকে আজ ২০২৩-র ক্রিকেট বিশ্বেকাপের (Cricket World Cup) জন্য ভারতীয় দল (India national cricket team) ঘোষণা করেছে বিসিসিআই (Board of Control for Cricket in India)। যেই ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে ম্যাচ উইনার ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন নেই। তাদের বদলে দলে স্থান পেয়েছেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
যেই ১৫ জনকে এবার দলে নেওয়া হয়েছে, তাঁরা হলেন … রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল, বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি।
BCCI-র তরফ থেকে বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার প্লেয়ারের নাম ঘোষণার করার পর জয় শাহদের (Jay Shah) কাছে এক আবেদন পাঠিয়েছেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী ওপেনার বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)। তিনি BCCI-র টুইট শেয়ার করে লিখেছেন, ‘টিম ইন্ডিয়া নয় #TeamBharat। এই বিশ্বকাপে আমরা কোহলি, রোহিত, বুমরাহ, জাদ্দুর জন্য উল্লাস করছি, আমাদের হৃদয়ে ভারত থাকুক এবং খেলোয়াড়রা “ভারত” লেখা জার্সি পরে থাকুক।”
Team India nahin #TeamBharat.
This World Cup as we cheer for Kohli , Rohit , Bumrah, Jaddu , may we have Bharat in our hearts and the players wear jersey which has “Bharat” @JayShah . https://t.co/LWQjjTB98Z— Virender Sehwag (@virendersehwag) September 5, 2023
সেহবাগের এমন দাবির পর অনেকেই প্রশ্ন তুলছেন যে, কেন তিনি ইন্ডিয়ার পরিবর্তে জার্সিতে ভারত লেখার আবেদন করলেন? বলে দিই যে, এই কাহিনীটি পুরোটাই রাজনৈতিক। বর্তমানে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে জোট করেছে বিরোধীরা। আর তাদের সেই জোটের নাম I.N.D.I.A। আর এই কারণেই হয়ত বীরেন্দ্র সেহবাগ টিম ইন্ডিয়ার জার্সিতে ভারত নাম চাইছেন। রাজনৈতিক বিশ্লেষক ও ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণাও তাই।