সেঞ্চুরির জন্য স্বার্থপর নয়, এই কারণে ধীর গতিতে ব্যাট করেছিলেন কোহলি! কারণ জানালেন বিরাট

রবিবার কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন (Eden Gardens) স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার (India) হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বিরাট কোহলি (Virat Kohli)। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি করতে সক্ষম হন বিরাট। বিশ্বকাপে করা এই শতরানের সুবাদে তিনি সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির ক্ষেত্রে ভারতীয় দলের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সমকক্ষ হয়েছেন। কোহলি ১২১ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন। নিজের ব্যাটিং ও ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

   

বিরাট ধীর গতিতে ব্যাটিং করছিলেন, এমন অভিযোগ তুলেছেন ক্রিকেট প্রেমীদের কেউ কেউ। ধীর গতিতে খেলার পিছনে কী উদ্দেশ্য ছিল তাও ম্যাচের পর ব্যাখ্যা করেছেন কোহলি। এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। কোহলি বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট সহজ ছিল না। রোহিত এবং গিল ভাল শুরু করেছিলেন। ইনিংসের পরবর্তী সময়ে সেই মোমেন্টাম ধরে রাখতে হয়েছিল। ১০ ওভারের পর বল আরও কিছু মুভ করতে শুরু করেছিল। আমার লক্ষ্য ছিল দীর্ঘ পার্টনারশিপ গড়ে তোলা। ক্রিজের অপর প্রান্তে যে ক্রিকেটারই থাকুক না কেন, ভালো পার্টনারশিপ গড়া ছিল আমার লক্ষ্য।’

বিরাট জানিয়েছেন, ‘টিম ম্যানেজমেন্টও একই কথা বলেছে, আইয়ার ভালো ব্যাটিং করেছে এবং আমরা একসঙ্গে কিছু রান যোগ করতে পেরেছি। এশিয়া কাপে আইয়ার ও আমার মধ্যে অনেক কথা হয়েছে। আমরা তিন ও চার নম্বরে খেলি, তাই এই পার্টনারশিপটা দরকার ছিল। আমরা জানতাম হার্দিক নেই এবং উইকেট হারাতে থাকলে সমস্যা হতে পারে। তাই আমাদের আরও একটু ধরে ব্যাটিং করতে হবে… গ্যালারি ভর্তি দর্শকের সামনে জন্মদিনের সেঞ্চুরি করতে পারাটা দারুণ ব্যাপার। দলকে সমর্থন করার জন্য আমাকে খেলার সুযোগ দেওয়ার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই।’

virat eden

উল্লেখ্য, সচিন তেন্ডুলকরের ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির সমকক্ষ হলেন বিরাট কোহলি। সচিন এ বছর তার ৫০তম জন্মদিন পালন করেছেন। ‘৪৯ থেকে ৫০-এ চলে এসেছি । আশা করি মাগানি কয়েক দিনের মধ্যে ৪৯ থেকে ৫০ করতে পারবে এবং আমার রেকর্ড ভাঙবে’, আশা করছেন সচিন।