তাঁকে নিয়ে ছড়িয়েছে একের পর এক গুজব! এবার মুখ খুললেন খোদ বিরাট কোহলি, সপাটে জবাব সবাইকে

ভারতীয় দলের (India national cricket team) তারকা ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ক্রিকেট ছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার থাকা এশিয়ান খেলোয়াড়ের তকমাও তাঁর। ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ২৫৬ মিলিয়নেরও বেশি ফলোয়ার সহ কোহলি শুধুমাত্র ভারতে নয়, এশিয়াতেও সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়। বিরাট সম্প্রতি একটি টুইট করেছেন যা সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

কিছু দিন আগে খবর রটেছিল যে, বিরাট কোহলি ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য ১১.৪৫ কোটি টাকা চার্জ করেন। বিরাট কোহলি নিজেই এখন সোশ্যাল মিডিয়ায় নিজের উপার্জন নিয়ে মুখ খুলেছেন। ইনস্টাগ্রাম থেকে আয়ের খবরকে মিথ্যা ও ভুয়া বলে জানিয়েছেন বিরাট কোহলি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইনস্টাগ্রাম থেকে আয়ের দিক থেকে বিরাট কোহলিকে তৃতীয় বলা হয়েছিল।

virat kohli the king

বিরাট কোহলি সম্প্রতি টুইট করেছেন যে, খবর যা চলছে তা সত্য নয়। বিরাট কোহলি লিখেছেন, ‘যদিও আমি জীবনে যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ এবং ঋণী, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার উপার্জন নিয়ে যে খবর চলছে তা সত্য নয়।’ বিরাট কোহলির এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ ১০৫০ কোটি টাকা। বিরাট খেলাধুলার পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও আয় করেন। বিরাট কোহলি ‘A+’ টিম ইন্ডিয়া চুক্তি থেকে ৭ কোটি টাকা উপার্জন করেন। তিনি টেস্ট ম্যাচের জন্য ১৫ লাখ, ওয়ানডে ম্যাচের জন্য ৬ লাখ এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৩ লাখ করে টাকা পান। বিরাট কোহলি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়ে খেলেন। আইপিএলের এক মৌসুমে ১৫ কোটি টাকা পান বিরাট।