মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে আলোড়ন সৃষ্টি করেন অস্ট্রেলিয়ার বিপজ্জনক অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। অস্ট্রেলিয়ার পক্ষে গ্লেন ম্যাক্সওয়েল ১২৮ বলে অপরাজিত ২০১ রান করেন। ২১ টি চার ও ১০ টি ছক্কা দিয়ে সজ্জিত ইনিংস দিয়ে আফগানিস্তান দলকে কার্যত একার হাতে ধ্বংস করে দিয়েছিলেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল খুব কঠিন কন্ডিশনে তাঁর ইনিংসটি খেলেছেন। অজি অলরাউন্ডার ব্যাটিংয়ের সময় পড়েছিলেন চোটের কবলে। যন্ত্রণায় শুয়ে পড়েছিলেন মাটিতে। তবুও হাল ছাড়েননি। ঐতিহাসিক ইনিংস খেলে জিতিয়েছেন দলকে।
এমনকি পায়ে টান ধরার সময়ও গ্লেন ম্যাক্সওয়েল তাঁর বিস্ফোরক ব্যাটিং চালিয়ে যান এবং এক পায়ে দাঁড়িয়ে চার ও ছক্কা মারতে থাকেন। গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংসটি এমন একটি সংকটময় সময়ে এসেছিল যখন অস্ট্রেলিয়ার ৭ উইকেট পড়েছিল দলগত মাত্র ৯১ রানে। আফগানিস্তানের মুখের সামনে থেকে নিশ্চিত জয় ছিনিয়ে নেন গ্লেন ম্যাক্সওয়েল।
গ্লেন ম্যাক্সওয়েলের এই ঐতিহাসিক ইনিংসের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli)। ম্যাক্সওয়েলকে নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বেশ মজার করে অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি।
গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ২০১ রানের বিস্ফোরক ইনিংসের প্রতিক্রিয়ায় বিরাট কোহলি লিখেছেন, ‘একমাত্র আপনিই এটা করতে পারতেন। ম্যাড ম্যাক্সওয়েল।’ বিরাট কোহলির এই ইন্সটা স্টোরি শেয়ার করেছেন গ্লেন ম্যাক্সওয়েল নিজেই। গ্লেন ম্যাক্সওয়েল এবং বিরাট কোহলি দুজনেই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ক্রিকেট খেলেন। বিরাট ও ম্যাক্সওয়েল দুজনেই খুব ভালো বন্ধু বলে ক্রিকেট মহলে পরিচিত। ম্যাক্সওয়েল ১২৮ বলে ২০১ রানে অপরাজিত থেকে দলকে সেমিফাইনালে নিয়ে যান। খেলা চলাকালীন ম্যাক্সওয়েল ডান পায়ে ব্যাথা অনুভব করতে শুরু করেছিলেন। মাঠে ছুটে এসেছিলেন ফিজিও। হালকা শুশ্রূষার পর ফের তুলেছিলেন ঝড়।