এবারের বিশ্বকাপে (Cricket World Cup) দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া (India national cricket team)। আর ভারতের সবথেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলিও (Virat Kohli) মাঠে আগুন ঝরাচ্ছেন। বর্তমানে টিম ইন্ডিয়া বিশ্বকাপের পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় হাসিল করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে দুরমুশ করে ভারতই এখন সবার সেরা। আগামী ২৯ নভেম্বর বিশ্বজয়ী ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবেন রোহিত শর্মারা। বলে দিই, বর্তমানে ইংল্যান্ডের অবস্থা শোচনীয়। তাঁরা পয়েন্ট টেবিলের একদম নীচে রয়েছে। যদিও, বাংলাদেশ গতকাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে হারার পর তারাই এখন সবথেকে নীচে। আর তাঁর ঠিক একধাপ উপরে রয়েছে ব্রিটিশরা।
এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির জন্য এল দুঃসংবাদ। ICC ব্যাটারদের র্যাঙ্কিং প্রকাশ করেছে। আর সেখানেই ক্ষতির মুখে পড়েছেন বিরাট কোহলি। এছাড়াও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের (Babar Azam) জায়গাও টলমলে। অস্ট্রেলিয়ার ওপেনার সেঞ্চুরি করেও নিজের জায়গা হারিয়েছেন। অন্যদিকে সাউথ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন ১১ নম্বর থেকে এক লাফে চতুর্থ স্থানে উঠে এসেছেন।
বর্তমানে ৮২৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন বাবর আজম। ৮২৩ পয়েন্ট নিয়ে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। তৃতীয় স্থানে রয়েছেন সাউথ আফ্রিকার কিপার কুইন্টন ডি কক। ডেভিড ওয়ার্নার এবং বিরাট কোহলি ৭৪৭ পয়েন্ট নিয়ে একই জায়গায় অবস্থান করছেন। এদিকে রোহিত শর্মাও একধাপ এগিয়ে ৮ নম্বর পজিশনে চলে এসেছেন।
The race to overtake Babar Azam at the top of the @MRFWorldwide ODI Batter Rankings just got a lot tighter 👀#CWC23https://t.co/uJ7MpsFKur
— ICC (@ICC) October 25, 2023
প্রথম ১ থেকে দশের মধ্যে টিম ইন্ডিয়ার তিনজন ব্যাটসম্যান রয়েছেন। ওদিকে, নিজেদের খারাপ অবস্থার সঙ্গে লড়াই করা পাকিস্তানের বাবর আজম এক নম্বর পজিশনে রয়েছেন, যা আবার হুমকির মুখে। তাদের আরেক ব্যাটসম্যান ইমাম উল হক দশ নম্বর পজিশনে রয়েছেন।