আপনিও কি দিঘায় (Digha) ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু দিঘার নতুন বিপদের কথা শুনেছেন আদৌ? না শুনে থাকলে কিন্তু বিপদে পড়তে পারেন। যেতে পারে প্রাণও। বুঝতে পারছেন না কি হয়েছে? তাহলে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। এবার কিনা দিঘার সমুদ্র সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলি’ সাপের (Yellow-bellied sea snake)। এই সাপ ব্ল্যাক মাম্বা বা গোখরো সাপের তুলনায় কম বিষধর নয় কিন্তু।
এই সাপের একটা ছোবল আপনাকে সাক্ষাৎ যমের দ্বারে পৌঁছে দিতে পারে কিন্তু। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই সাপের কামড়ানোর পর আপনার মধ্যে ভয়ানক পরিবর্তন ঘটতে শুরু করবে। এই সাপ কামড়ালে আপনার শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বে। ধীরে ধীরে কিডনি বিকল হয়, তারপর হার্ট। এই সাপে কামড়ানোর পর আপনার প্রস্রাবের রং হয়ে যায় কফির মতো হয়ে যায়।
এটি একটি সামুদ্রিক সাপ। এটি একটি অনন্য প্রজাতির অন্তর্গত যা সামুদ্রিক পরিবেশে বাস করে। এটি সারা জীবন জলেই বাস করে এবং জমিতে সঠিকভাবে হাঁটতে বা সোজা থাকতে পারে না। সমুদ্রে জীবনকে বাঁচিয়ে রাখতে সহায়তা করার জন্য প্রজাতির অনেকগুলি অনন্য অভিযোজন রয়েছে।
এই সাপের আসল USP হল এর লেজ। এই বিশেষ সামুদ্রিক সাপটির পশ্চাৎদেশ নৌকোর দাঁড়ের মতো চ্যাপ্টা! মুখ হাঁসের ঠোঁটের মতো। সম্প্রতি দিঘার সমুদ্র উপকূলে দেখা মিলল এই সাপের। সর্পবিশেষজ্ঞ বিশাল সাঁতরা জানালেন, ‘‘এই সাপ মূলত আরব সাগরের বাসিন্দা। বঙ্গোপসাগরে সচরাচর দেখা মেলে না। তবে মাঝেমধ্যে চলে আসে এদিকে।’’
‘ইয়েলো বেলি’ সাপ অন্যান্য সামুদ্রিক সাপের তুলনায় অত্যন্ত বিষাক্ত বিষ ফলে আপনার পেশীতে ব্যথা, তন্দ্রা, বমি এবং এমনকি পক্ষাঘাত অবধি ঘটতে পারে। সঠিক সময়ে চিকিৎসার অভাবে আপনার মৃত্যু অবধি হতে পারে। এর প্রতিষেধক নিউট্রালাইজিং পাওয়া যায়। এই প্রতিষেধকও আপনার শরীরে অনেক ক্ষতি বয়ে আনতে পারে বলে জানা যায়।