হাঁটুর বয়সী ছেলেকে বিয়ে রানু মণ্ডলের, লাল বেনারসি পরে গাইলেন গানও! ভাইরাল ভিডিও

কলকাতাঃ ফের আরো একবার খবরের শিরোনামে রানু মন্ডল। কিন্তু নিজের গানের জন্য নয় বরং নিজের উদ্ভট কর্মকাণ্ডের জন্য। রাণাঘাট স্টেশনে গান গেয়ে ভাইরাল হন তিনি। প্রতিভার জোরে স্টেশন থেকে ডাক পড়ে বলিপাড়ায়। মুম্বাইয়ের বিখ্যাত মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়ার দৌলতে হিন্দি গান ‘তেরি মেরি’ (Teri Meri) গাওয়ার সুযোগও পেয়েছিলেন রানু।

কিন্তু কয়েক দিনের জন্য সুখের মুখ দেখলেও রানুদির ভাগ্যটা খুব একটা ভালো না। অনেকেই মনে করেন তার মিথ্যা অহংকার পতনের কারণ। তবে বর্তমানে তিনি তার রানাঘাটের ভাঙাচোরা বাড়িতেই থাকেন। ইউটিউবাররা মাঝেমধ্যেই তার বাড়িতে হানা দেয়। মাঝে মধ্যেই তিনি গান করেন ক্যামেরার সামনে। আবার কখনো নাচতে দেখা যায় তাকে। মাঝে মধ্যে তার এক একটা কথার জন্য তাকে হয়তো মানসিক ভারসাম্যহীন বলে মনে হতে পারে। আর তার এইসব আল পটকা মন্তব্যের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন তিনি।

এরইমধ্যে দিন কয়েক আগে তার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা গেছে দ্বিতীয়বার বিয়ে করছেন তিনি, তাও আবার ২১ বছর বয়সী ছেলেকে। এই বয়সে এক্কেবারে নতুন কনের মতো লাল বেনারসি, সোনার গয়নায় সেজেছেন তিনি। বেশ কিছুদিন ধরে এই বাংলাদেশি ইউটিউবার জাস্টিন ইউটিউবার রানু মন্ডল এর বাড়িতে যাচ্ছে প্রায়শই ভিডিও বানাতে। বানাতে তারই বানানো একটি ভিডিওতে দেখা যাচ্ছে রানু মন্ডল কে ভালোবেসে আই লাভ ইউ বলছে ওই যুবক উত্তরে রানু মন্ডল আই লাভ ইউ টু বলে। এরপরেই রানু মন্ডলের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে কোলে তুলে নিয়ে ঘুরপাক খাচ্ছে। আর এই ভিডিও দেখে রীতিমত হতভম্ব হয়ে গিয়েছেন নেটিজনরা।

তবে এই ভিডিওটি বানানোর প্রথমদিকে বলে দেওয়া হয়েছে যে এই ভিডিওটি পুরোপুরি মজার ছলেই বানানো হয়েছে। ভিডিও দেখে দর্শকের একাংশ যেমন হেসে লুটোপুটি খাচ্ছেন অপরদিকে কিছু মানুষ বলছেন যে রানু মন্ডল কে নিজেদের ভিডিও কনটেন্ট বানানোর জন্য শুধুমাত্র ব্যবহার করছে। এরই মধ্যে এই ভিডিওর ভিউস ৬০ হাজার ছাড়িয়ে গেছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button