‘বাচাল গিরি ছুটিয়ে দেব!” রানু মণ্ডলের রনংদেহি রূপ দেখল পাবলিক! ভাইরাল ভিডিও

কলকাতাঃ রানাঘাটের রানু মণ্ডলকে চেনেন তো? মাঝে মধ্যেই তিনি ভাইরাল হয়ে যান। অনেক সময় বিতর্কিত মন্তব্য করার জন্য, আবার কখনও গান গেয়ে। এবার আবারও তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন। এবার ওনার ভাইরাল হওয়ার কারণ হল ঈউটিউবার প্রতি তাঁর রনংদেহি মনোভাব।

আপনাদের বলে দিই, রানু মণ্ডলের বাড়িতে প্রায়শই ইউটিউবাররা যান। তাঁরা রানুদির সাক্ষাৎকার নেন, তাঁকে দিয়ে গান করান। এমনকি তাঁর গানে নাচও করেন। এরকমই একদল ইউটিউবার গিয়েছিল রানু মণ্ডলের বাড়িতে। তাঁরাও রানুদিকে দিয়ে গান করায়।

কিন্তু গানের মাঝেই তাঁরা তাল কেটে দেয় আর রানুদিকে থামতে বলে। রানুদি থেমে যাওয়ার পরই আবার তাঁকে একই গান গাইতে বলা হয়। তখনই রানু মণ্ডল রেগে লাল হয়ে যান। তিনি অভিযোগ করে বলেন যে, তাঁর গানের সুর কেটে দিয়েছে এতে গান আর তাঁর গলা খারাপ হয়ে যেতে পারে।

ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে যে, ইউটিউবাররা ইচ্ছে করেই রানু মণ্ডলের সঙ্গে এই কাজ করে। আর রানুদিও বিষয়টি ভালমতো নেননি। এই কারণে তাদের সেই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন রানু মণ্ডল। এমনকি তাদের জন্য চা করছিলেন গায়িকা। কিন্তু এতটাই রেগে গিয়েছিলেন তিনি যে, তাদের সেই চা দেবেন না বলেও জানিয়ে দেন।

যদিও, এরপর ইউটিউবাররা রানুদির সামনে অনেক কয়েকবার কানধরে উঠবস করে রানুদিকে শান্ত করান। এবং চা পান করেন। যদিও, তাঁরা চা খেয়েছিল নাকি সেঁতা ভিডিও দেখে স্পষ্ট বোঝা যায়নি। তবে, তাদের ভিডিও দেখে এটুকুই বোঝা গিয়েছিল যে তাঁরা নিছকই মজা করার জন্য রানু মণ্ডলের বাড়ি গিয়েছিল। আর তাদের এই মজা করার স্টাইল অনেকেই পছন্দ করেননি, যার জেরে নেটিজেনরা তাদের সমালোচনাও করেছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button