গান গেয়েই বিপত্তি, তুমুল ট্রোলড নুসরত জাহান! ভাইরাল ভিডিও দেখে মাথায় হাত নেটিজেনদের

বিতর্ক এবং বিবাদে না জড়ালে যেন পেটের ভাত হজম হয়না অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan)। সদ্যই আবারো তাকে নিয়ে ট্রোল শুরু হয়েছে। বিশেষ করে তার গান গাওয়া নিয়ে চূড়ান্ত ট্রোল হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও (Social Media) ভাইরাল তার গান গাওয়ার ভিডিও।

   

1622909398 nusrat 1 1

এমনিতেই তিনি বিতর্কে থাকেন। তার ব্যক্তিগত জীবনের গসিপ কারো অজানা নয়। তবে এই ভিডিও কিন্তু আজকের নয়। বছর দুয়েক আগে অভিনেত্রী গান গেয়েছিলেন, আর তার রেশ পড়েছে এখন। দু’বছর আগে নুসরতের স্টেজ পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

ডেনিম জ্যাকেটের সাথে টিশার্ট এবং জিন্স পরে এসেছিলেন অভিনেত্রী। আর মঞ্চে ওঠে গেয়ে ফেললেন আস্ত দুই খানা হিন্দি গান। প্রথমে ‘তুমসে মিলে দিল মে উঠা দর্দ করারা’ এবং তারপর ‘ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে আনা’। এখন ভিডিও দেখে নেটিজেনদের বক্তব্য গান দুটির মার্ডার করেছেন অভিনেত্রী।

nusrat jahan on her wedding controversy i was wrongly portrayed

সোশ্যাল মিডিয়াতে একজন লিখেছেন, ‘মহালায়িকা ফাটায়ে দিসে!’ আবার আরেকজনের বক্তব্য, ‘গানটার মা মাসি এক করে দিল!’ একজন আবার গঠনমূলক সমালোচনা করে জানিয়েছেন, ‘এর থেকেই বোঝা যায় সবাই সবকিছুতে পারফেক্ট হয় না। গানটা আপনার জন্য নয়। আপনি অভিনয়টাই মন দিয়ে করুন।’

তবে এই প্রথম না, এর আগেও গান গাওয়া নিয়ে বেশ ট্রোল হয়েছেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। এবিষয়ে আবার অনেকেই রানী রাসমণির চরিত্রে অভিনয় করা দিতিপ্রিয়া রায়ের কথা মনে করেছেন। তিনিও ‘কলঙ্কিনী রাধা’ গাইতে গিয়ে নামের সাথে বেশ কলঙ্ক মেখেছিলেন।