ক্রিকেট ছেড়ে এই খেলায় আগ্রহ দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি! ভাইরাল ভিডিও নিয়ে উৎসুক ভক্তরা

বিশ্বকাপে ভারতের দুই সফল অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং কপিল দেব (Kapil Dev)। এখন তারা আমেরিকায় পৌঁছেছেন, এক ভিডিওতে তাদের দুজনকে একই ফ্রেমে দেখা গেছে। কিন্তু না এবার ক্রিকেট খেলতে নয়, দুজনেই গিয়েছেন টেনিসে। কিন্তু হঠাৎ টেনিস টুর্নামেন্টে তাদের দেখা গিয়েছে কেন? তবে কি জীবনের নেক্সট ক্যারিয়ার হিসেবে টেনিস পছন্দ করে নিয়েছেন দুই তারকা ক্রিকেটার?
আসলে তাদের দুজনকেই দেখা গিয়েছে টেনিস গ্র্যান্ড স্ল্যাম ইউ এস ওপেনে। সেখানে একই ফ্রেমে নজরবন্দি হয়েছেন দুই তারকা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে হাজারও দর্শকদের মধ্যে লাইমলাইট কেড়ে নিয়েছেন প্রাক্তন দুই ভারতীয় অধিনায়ক। প্রথমে ক্যাপ্টেন কুল ধোনি, আর তারপরই দেখা যায় কপিল দেবকে।
দেশে ইউএস ওপেন সম্প্রচারকারী সোনি স্পোর্টস নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানেই ধোনি ও কপিল দেবকে একসাথে স্টেডিয়ামে বসে থাকতে দেখা যায়। ধোনিকে দেখে ভক্তরা রীতিমত হৈচৈ শুরু করে দেন।
ভক্তদের আহ্বানে ধোনি তাদের সাথে করমর্দনও করেন। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করার সোনি স্পোর্টস ক্যাপশনে দেয় যে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ক্রিকেটের রাজপরিবার। ভারতের দুই প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেব আর্থার-অ্যাশ-এ দাঁড়িয়েছিলেন।’
Indian cricketing royalty at the #USOpen 🇮🇳🏏🎾
Two former Indian World Cup winning captains, @msdhoni and @therealkapildev graced the stands at Arthur Ashe yesterday as two young future Champions battled it out for 5 hours and 15 minutes 🤩#GoBigOrGoHome #SonySportsNetwork pic.twitter.com/e7CCgHJOMZ
— Sony Sports Network (@SonySportsNetwk) September 9, 2022
প্রসঙ্গত ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ১৯৮৩ সালে। তখন টিম ইন্ডিয়ার কম্যান্ড ছিল কপিল দেবের কাছে। এর পর এই সুযোগ আসে ২০১১ সালে যখন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। এছাড়া ধোনির নেতৃত্বে ২০০৭ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছিল।