খেতে বসে এক্সট্রা পাঁপড় চাওয়ায় বরপক্ষকে ফেলে পেটাল কন্যাপক্ষ! ভাইরাল ভিডিও

রোজদিন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভাইরাল হয়। তারমধ্যে বেশ কিছু হাসির ভিডিও থাকে তো বেশ কিছু অনুপ্রেরণার। কিছু সময় মানুষ ফেম পাওয়ার জন্যেও নিজের ভিডিও ভাইরাল করে থাকে। আর এই হাজারো ভাইরাল ভিডিওর মধ্যে কিছু কিছু এমন থাকে যাতে আমাদের চোখ আটকে যায়।

সম্প্রতি এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনা এতোটাই অদ্ভুত যে ক্লিপটি দেখার পর থেকে হাসি থামাতে পারছেনা নেটিজনরা। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রচুর মানুষ সাজপোশাক পরে একে অপরের সাথে মারামারি করছে। কিন্তু কী এমন হয়েছে যে এতো মানুষ একসাথে যুদ্ধে মেতেছে? আসুন জেনে নিই পুরো ঘটনাটি।

সূত্রের খবর, ভাইরাল এই ভিডিওটি আসলে কেরালার ঘটনা। সেখানেই একটি বিয়ে বাড়িতে ঘটেছে এই ঘটনাটি। রিপোর্ট অনুযায়ী, বিয়ের পর সবাই খেতে বসলে বরপক্ষ আরো কিছু পাঁপড় চেয়ে বসে। আর তা নিয়েই শুরু হয় তর্ক এবং বাকযুদ্ধ। তবে অবাক করা বিষয় হলো এই যুদ্ধ শুধু কথাতেই থেমে থাকেনি খানিকক্ষণ পর তার পৌঁছে যায় হাতাহাতিতে।

শেষে এই মারামারি এমন পরিস্থিতিতে পৌঁছায় যে খালি মুষ্টি যুদ্ধেই ক্ষান্ত থাকেনি তারা‌। একে অপরের দিকে চেয়ার টেবিল ছুঁড়ে মারতে উদ্যত হয় সবাই। রাকেশ কৃষ্ণন সিমহা নামক এক ব্যক্তি এই ভিডিও ক্লিপটি তার টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ” 100 শতাংশ স্বাক্ষর রাজ্য কেরালা, বরযাত্রীর বন্ধুরা ভোজের সময় পাঁপড় দাবি করার পরে বিয়েতে মুষ্টিযুদ্ধ শুরু হয়েগেলো।” আর এই ভিডিও দেখার পর থেকেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

একজন কর্মকর্তা মিডিয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “বরের কয়েকজন বন্ধু আরও পাঁপড় চেয়েছিল, যা ক্যাটারিং এজেন্সির কর্মীরা পরিবেশন করতে অস্বীকার করে এবং বাকযুদ্ধ শুরু হয়। পরে সবাই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং চেয়ার ছুড়ে মারে,” । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার পর আলাপ্পুঝা পুলিশ মোট 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button