গলগল করে বের হচ্ছে ধোঁয়া! উড়িষ্যায় ফের ট্রেনে বিভীষিকা, দাউ দাউ করে জ্বলল আগুন! ভাইরাল ভিডিও

ফের শিরোনামে অভিশপ্ত উড়িষ্যা (Odisha)। এবার বিধ্বংসী আগুন লেগে গেল ট্রেনে। এবার অগ্নিকাণ্ড বিবেক এক্সপ্রেসে। জানা গিয়েছে, উড়িষ্যার ব্রহ্মপুর রেলস্টেশনের কাছে ডিব্রুগড়-কন্যাকুমারীগামী বিবেক এক্সপ্রেস ট্রেনে ধোঁয়া দেখা যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়া সনাক্ত করার পরে যাত্রীরা চেইন টানেন বলে জানা গেছে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

বিবেক এক্সপ্রেসের এক যাত্রী জানিয়েছেন, ট্রেনের একটি বগির নীচ থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন ট্রেনেরই কয়েকজন যাত্রী। এরপর আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ট্রেনে। যাত্রীদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। এরপর চেন টেনে ট্রেনটি থামানোর চেষ্টা করা হয়। থেমে গেলে, ট্রেন থেকে নেমে আসেন সমস্ত যাত্রী।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে, ৭ জুলাই তেলেঙ্গানার ইয়াদাদ্রি জেলা অতিক্রম করার সময় ফলকনুমা এক্সপ্রেসের কমপক্ষে তিনটি বগিতে আগুন ধরে যায়। হাওড়া-সেকেন্দ্রাবাদ ট্রেনটি বোম্মাইয়ালী গ্রামের কাছে থামানো হয়েছিল এবং আগুন ছড়িয়ে পড়ার আগে যাত্রীরা বগি (এস ৩, এস ৪ এবং এস ৫) ছেড়ে যাওয়ার সময় অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।