এটাও সাউথ থেকে কপি! RRR-র সস্তার রিমেক বলে শুভশ্রীর মহালয়ার ভিডিও নিয়ে রাজকে তুমুল ট্রোল

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজার আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই দেবী দূর্গার আগমনে চারিদিকে যেন সাজো সাজো রব। মায়ের আগমনের সময় ঘনিয়ে আসতেই খুশির জোয়ার বাঙালির মনে। এমতাবস্থায় মানুষের বিশেষ আগ্রহ থাকে মহালয়া নিয়ে। মহালয়া মানেই রেডিওতে মহিষাসুরমর্দিনী আর টিভিতে মহালয়ার অনুষ্ঠান। সম্প্রতি মহালয়ারই এক টিজার নিয়ে ব্যাপক হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

প্রসঙ্গত, একাধিক চ‍্যানেলে ভিন্ন ভিন্ন ধাঁচের মহালয়া দেখতে উৎসুক থাকেন দর্শকদের একটা বড় অংশ। আর তার মধ্যে মহিষাসুরমর্দিনী রূপে কে আসছেন তা নিয়ে আগ্রহ থাকে বেশি। দেবীপক্ষের সূচনায় টলি অভিনেত্রীদের অনেককেই মা দুর্গা রূপে দেখতে পাওয়া যায় টেলিভিশনের পর্দায়।

এই প্রথার ব্যতিক্রম হয়নি এবছরও। ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেলে মহালায়ার কাস্টিং থেকেই শুটিং চলছে পুরোদস্তুর। কেউ সেরে নিয়েছেন ফটোশুট তো কেউ আবার অডিও ভিজুয়ালও। এর মধ্যে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর থেকেই হাসি চেপে রাখতে পারছেনা নেটবাসীরা।

আসলে টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল জি বাংলা তার মহালয়ার টিজার সামনে এনেছে। এইবছর জি বাংলার পর্দায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে। কিন্তু ভিডিওতে যা দেখা যাচ্ছে তাতে মানুষ বাহবা দেওয়ার জায়গায় কটাক্ষই করছে বেশি।

১৬ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাম্প্রতিক রিলিজ ‘আর আর আর’ ছবির একটি দৃশ্যকে পুরোপুরি কপি করেছে জি বাংলা। বাঘ, সিংহ, হরিণ সহ একাধিক বন্য পশুকে নিয়ে জুনিয়র NTR যেভাবে মুভিতে এন্ট্রি নিয়েছিলো একইরকমভাবে দূর্গাবেশে এন্ট্রি নিচ্ছেন শুভশ্রী। আর এই ভিডিও দেখার পর থেকেই হাসি চেপে রাখতে পারছেনা নেট দুনিয়া।

দর্শদের কটাক্ষ এ মহালয়ার দৃশ্য নাকি সাউথ ছবির রিমেক। এক ব্যক্তি তো দুটো ভিডিওকে একসাথে কম্বাইন্ড করে মক করেছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রীকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, “রাজচক্কত্তিদা যখন সম্পূর্ণ RRR রিমেক করতে না পেরে নিজের সুপ্ত বাসনা এইভাবে মিটিয়ে নেন, ‍sorry। তবে যাইহোক, এই সিনটা আমার বেশ লেগেছে (positively), শুভশ্রী দুর্দান্ত সাবলীলভাবে অভিনয় করেছে। জিবাংলার ফ্যানরা আবার তেড়ে এসোনা।” পোস্টের কমেন্ট বক্সে শুরু হয়েছে খিল্লি। কেউ বলেছে “আবার সুপারম্যান দূর্গা”।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button