সদ্যই মেয়েকে হারিয়েছেন। তারপর থেকে শরীরটা তাঁর ভালো যাচ্ছিল না। এবার শেষমেষ বর্ষীয়ান অভিনেতার ঠাঁই হল হাসপাতালে। হ্যাঁ একবার তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত মুখ দীপঙ্কর দে-কে (Deepankar De)।
জানা গিয়েছে, এই বর্ষীয়ান অভিনেতা গুরুতর অসুস্থ। ফলে গতকাল শুক্রবার রাতেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন স্ত্রী দোলন রায় (Dolon Roy)। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা ইন্ডাস্ট্রি উদ্বেগ প্রকাশ করেছে। চিন্তার ভাঁজ পড়েছে সকলের কপালে। কী হয়েছে ৭৩ বছরের অভিনেতার? আপনিও কি জানতে ইচ্ছুক? তাহলে দ্রুত পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।
অভিনেতার স্ত্রী ও অভিনেত্রী দোলন রায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সকলের প্রিয় টিটোদা ৷ এরপরেই আর দেরী না করে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। এদিকে হাসপাতালে ভর্তি করার পরে জানতে পারা যায় যে অভিনেতার সুগার লেবেল অত্যন্ত নিম্নমুখী, যে কারণে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন ৷ যদিও অভিনেতাকে নিয়ে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে পরিবারের উদ্বেগের শেষ নেই।
দোলন রায় জানিয়েছেন, ‘হঠাৎ চোখের সামনে দীপঙ্কর অসুস্থ হয়ে পড়ে। ঘামতে থাকে, ভিজে যায়। এমন অবস্থায় বাড়িতে রাখা আর ঠিক মনে করিনি। হাসপাতালে তাঁর সব প্যারামিটার্সই পরীক্ষা করে দেখা হয়েছে। মোটামুটি সব ঠিকই আছে। চিকিৎসকদের উপর ভরসা রাখছি।’ উল্লেখ্য, চলতি বছরেই নিজের বড় মেয়েকে চিরতরে হারান অভিনেতা। অভিনেতার বড় মেয়ে বৈশালী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এদিকে অসুস্থ থাকার দরুণ তাঁকে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই অভিনেতার বড় মেয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর।