যোগ্য সন্তান! সাঁতারে ভারতের হয়ে পদক জয় ছেলে বেদান্তর, আনন্দে মাতোয়ারা বাবা মাধবন

মুম্বইঃ আন্তর্জাতিক স্তরে ভারতের খ্যাতি এনে দিলেন অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত মাধবন। শুক্রবার ডেনিশ ওপেনের সাঁতার প্রতিযোগিতায় পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ১৫:৫৭:৮৬ মিনিটে সম্পূর্ন করে রৌপ্য পদক জিতেছেন তিনি। আর মাধবন টুইটারে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার পোস্টটি শেয়ার করেছেন।

এদিন টুইটারে আর মাধবন লেখেন যে, “আপনাদের সকলের আশীর্বাদে এবং ঈশ্বরের কৃপায়, ডেনিশ ওপেনে ভারতের হয়ে সজন প্রকাশ এবং বেদান্ত মাধবন স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছে। কোচ প্রদীপ স্যার, SFI এবং ANSA কে অনেক ধন্যবাদ, আমরা খুব গর্ব বোধ করছি।” রৌপ্য পদকের জন্য বেদান্তের নাম ঘোষণার ভিডিও ক্লিপটি আর মাধবন ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্লিপটি শেয়ার করে আর মাধবন লেখেন যে, কোপেনহেগেনে হতে চলা ডেনিশ ওপেনে ভারতের হয়ে রৌপ্য জিতেছে বেদান্ত।

১৯৯৯ সালে বিয়ে হয় আর মাধবন এবং সরিতা মাধবনের। ২০০৫ সালে বেদান্তকে পৃথিবীতে স্বাগত জানান তারা। গত অক্টোবরে, তিনি জুনিয়র ন্যাশনাল অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে বাসভগানুডি অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত মহারাষ্ট্রের হয়ে সাতটি পদক জিতেছিলেন।

আর মাধবনের পোস্টে এশা দেওল মন্তব্য করেন ,”মহা অভিনন্দন”। এছাড়া দর্শন কুমার এবং নম্রতা শিরোদকরও তার খেলার অনেক প্রশংসা করেন। রোহিত বোস লিখেন যে, ‘বাহ আরও অনেক কিছুই আসতে চলেছে! পৃথিবীতে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায় পুত্র। আনন্দ এল রাই বলেন, “বেদান্ত আপনার জন্য গর্বিত। শিল্পা শেঠিও অভিনন্দন জানান তাকে।

গত বছর, ছিল বেদান্তের ১৬ তম জন্মদিনে, আর মাধবন তার সাথে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছিলেন, ‘আমি ভালো ছিলাম, কিন্তু প্রায় সবকিছুতেই আমাকে পিছনে ফেলে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি হিংসেও করি এবং আমার হৃদয় এজন্য গর্বে ফুলে ওঠে। তোমার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, আমার ছেলে। আমি তোমাকে ১৬ তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই ছেলে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button