আমরা সবাই মানিব্যাগে টাকা রাখলেও টাকা বেশ জলদি জলদি খরচ হয়ে যায়। তবে আপনারা চিন্তা করবেন না আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু টিপস যেগুলো ফলো করে খুব সহজেই আপনারা টাকা বাঁচাতে পারবেন।
আপনিও যদি টাকা বাঁচিয়ে চলতে চান তাহলে এই কাজগুলো ভুলেও করবেননা,
১) আপনি কি আপনার মানিব্যাগে দেবদেবীর ছবি রাখেন? ভুলেও এই কাজ আর করবেন না, মা লক্ষ্মী এতে রুষ্ট হন। তাই আজই মানিব্যাগ থেকে ঠাকুর দেবতার ছবি সরিয়ে অন্যত্র রাখুন ।
২) এবার আসি দ্বিতীয় পয়েন্টে। আপনি কি মানিব্যাগের মধ্যে পূর্বপুরুষের ছবি রাখেন? অনেকে এই কাজ খুব শুভ মনে করলেও মোটেই এই কাজ করবেন না। এর ফলেও সমস্যায় পড়তে পারেন আপনি।
৩) তৃতীয় পয়েন্টে যেটি বলবো সেটি আমাদের মধ্যে প্রায় সবাই করেন। আমরা সবাই কমবেশি পুজোর ফুল রাখি মানিব্যাগে, কিন্তু মাথায় রাখবেন এটিও খুব অশুভ। ভুলেও এই কাজ আর করবেন না।
৪) শেষে আরেকটি ব্যাপার মাথায় মানিব্যাগের মধ্যে চাবির থোকা রাখবেননা যেন। তাহলেও আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি।