শীতে বৃদ্ধ বাবা-মাকে নিয়ে ঘুরে আসুন এই তিন জায়গা, কষ্টের পাশাপাশি খরচও হবে কম

আকাশ বাতাস যেন জানান দিচ্ছে যে শীত (Winter) আসছে। আর এই শীতের সময় কোথাও ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা থাকে। বলতে গেলে সারা বছরই বাঙালির পায়ের তলায় সর্ষে থাকে। আর এই সর্ষে থাকার জন্যই বাঙালিরা একটু সময় পেলেই কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়েন।

   

এদিকে শীতকাল আসছে, আর এই শীতকালে কেউ যান পিকনিক করতে তো আবার কেউ যান কোনও দূরের ডেস্টিনেশনে। বন্ধুবান্ধব হোক বা পরিবার অথবা প্রিয়জন, ঘুরতে যাওয়ার কোনও সঙ্গী হলেই ঘোরার মাত্রা যেন আলাদাই হয়ে যায়। অবশ্য অনেকেই আছেন যারা একটু একলা ঘুরতে ভালোবাসেন বা এক কথায় যাকে বলে সোলো ট্রাভেল করতে ভালোবাসেন। যাইহোক আপনার যদি পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন বা বিশেষ করে আপনার সঙ্গে যদি কোন বয়স্ক মানুষ থেকে থাকেন তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পারবেন এই আসন্ন শীতকালে বয়স্কদের নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলে তারাও আনন্দ পাবেন এবং আপনি আনন্দ পাবেন। অথচ কোনওরকম কষ্ট হবে না।

কোন বয়স্ক মানুষ বা আপনার বাবা-মা যদি বয়স্ক হয়ে গিয়ে থাকে তাহলে আপনি সহজে ঘুরে আসতে পারবেন বেনারস। এখানকার একাধিক ঘাট গঙ্গা আরতি আপনার এবং আপনার বাবা-মায়ের ঘুরতে যাওয়ার আনন্দকে দ্বিগুণ করে দেবে। সেই সঙ্গে এখানকার খাবার দাবার আপনার শরীর, মন দুটোই একদম চাঙ্গা করে দেবে বৈকি।

দ্বিতীয় হল হাম্পি। এই হাম্পি কর্ণাটক রাজ্যে অবস্থিত। এখানে আপনি অনায়াসেই বয়স্ক বাবা-মায়ের সঙ্গে ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর এই জায়গা। তুঙ্গভদ্রা নদীর তীরে প্রায় ১৬ বর্গমাইল অঞ্চল জুড়ে অবস্থিত হাম্পির ধ্বংসাবশেষ। এছাড়া ঘুরে দেখতে পারেন বেলুর, হালেবিদ এবং সোমনাথপুরার মন্দির।

hampi 2

তৃতীয় হল কুর্গ। এই কুর্গে গেলে আপনার মনে হবে প্রকৃতি এখানে এক আলাদা রূপেই সেজে উঠেছে। এখানকার কিছু দৃশ্য দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। দক্ষিণ ভারতের ‘স্কটল্যান্ড’ বলা হয় কুর্গ‌কে। এখানকার শান্ত, শীতল পরিবেশ সকলের মন কেড়ে নেবে। আপনি অনায়াসেই বয়স্ক বাবা ও মায়ের সঙ্গে এই জায়গাটিতে ঘুরে আসতে পারবেন। তাদেরও ভালো লাগবে জায়গাটি।  পাহাড়ি পর্যটন কেন্দ্রে যেতে খুব বেশি সমস্যা হবে না। হাওড়া থেকে ট্রেনে চেপে মাইসোর পৌঁছে যান। সেখান থেকে গাড়ি করে সোজা কুর্গ।