রক্ষিতা নাকি স্ত্রী! সুপ্রিয়া দেবীকে সত্যিই বিয়ে করেছিলেন উত্তম কুমার? অবশেষে প্রকাশ্যে এল সত্যিটা

৬০-এর দশকে তাঁর হাসিতেই কুপোকাত হতেন সকলে। যে একবার তাঁর ভুবন ভোলানো হাসি দেখেছেন সেই তাঁর প্রেমে পড়েছেন। বুঝতেই পারছেন কার কথা হচ্ছে? হ্যাঁ আজ কথা হচ্ছে উত্তম কুমারকে (Uttam Kumar) নিয়ে। তবে শুধুমাত্র উত্তম কুমারকে নিয়ে বললে ভুল হবে, আজ আলোচনা হবে তাঁর দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া দেবীকে (Supriya Devi) নিয়েও। বাংলার চলচ্চিত্র দুনিয়ায় ৬০-এর দশক মানেই হল উত্তম-সুচিত্রা জুটি। আর এই জুটির পরেই নাম হল উত্তম-সুপ্রিয়া জুটি। এই দুই জুটির মেলবন্ধন কেউ কোনওদিন ভুলতে পারবেন না।

অরুণ চ্যাটার্জী থেকে উত্তম কুমার হওয়ার পথটা মোটেই মসৃণ ছিল না। শুধু পরিচয় কেন, প্রথম পক্ষের স্ত্রী গৌরী দেবীকে ছেড়ে  অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সঙ্গে আজকের দিনে তথাকথিত ‘লিভ ইন’ সম্পর্ক তারপর বিয়ে…বিতর্ক ছিল তাঁদের নিত্যসঙ্গী। কম কাদা ছোঁড়াছুড়ি হয়নি উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীকে নিয়ে। ১৯৬০ সালে মুক্তি পায় উত্তম-সুপ্রিয়া জুটির সফল ছবি ‘শুন বরনারী’। কানাঘুষো শোনা যায়, এই সিনেমার পর থেকেই ঘনিষ্ঠ হতে শুরু করেন দুজনে। যারপর থেকেই গৌরী দেবীর সঙ্গে উত্তম কুমারের দাম্পত্য কলহ চরম আকার ধারণ করে।

এরপর ১৯৬৩ সালের ২৬শে সেপ্টেম্বর এল সেই দিন। গিরীশ মুখার্জি রোডের পৈতৃক বাসভবন ছেড়ে ব্যাগ পত্তর নিয়ে উত্তম কুমার চলে এলেন সুপ্রিয়া দেবীর ময়রা রোডের ফ্ল্যাটে। এরপর জীবনের বাকি সতেরটি বছর তিনি সুপ্রিয়া দেবীর সঙ্গেই অতিবাহিত করেন বলে শোনা যায়। উত্তম কুমারের মা চপলা দেবী কখনই চাননি যে তাঁর ছেলে স্ত্রী গৌরী দেবীকে ছেড়ে অভিনেত্রী সুপ্রিয়া দেবীর বাড়িতে থাকুক। জন্মদিনের রাতে উত্তম কুমার ভবানীপুরে নিজের বাড়ি ছেড়ে সুপ্রিয়া দেবীর সাথে থাকার জন্য ময়রা স্ট্রিটে চলে যান। সেই সময় মা-ছেলের সম্পর্কেরও অবনতি ঘটে।

যাইহোক, এই সুপ্রিয়া দেবীর কাছেই শান্তি খুঁজে পেয়েছিলেন উত্তম কুমার, সে কথাও নিজের আত্মজীবনীতে জানাতে তিনি ভোলেননি। যদিও উত্তম কুমারের সঙ্গে থাকার জন্য সুপ্রিয়া দেবীর কপালে জুটেছিল রক্ষিতার তকমা। সুপ্রিয়া দেবীর স্মৃতিকথা ‘আমার জীবন আমার উত্তম’ থেকে একটি বিষয় সম্পর্কে জানা যায় যে, ১৯৬২ সালের ২রা ডিসেম্বর তাদের বিয়ে হয় ধর্মীয় আনুষ্ঠানিকতায়।

supriya uttam

এই বিয়েতে সুপ্রিয়া দেবীর বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উত্তম কুমারের কয়েকজন বন্ধুও ছিলেন। ৫ই ডিসেম্বর তারা বিবাহত্তোর অনুষ্ঠানের আয়োজন করেন। যদিও অনেকেই হয়তো জানেন না যে প্রথম পক্ষের স্ত্রী গৌরী দেবীর সঙ্গে আইনগতভাবে বিচ্ছেদ কোনওদিনই হয়নি উত্তম কুমারের। যার জেরে আইনি মতে বিয়ে করতে পারেননি উত্তম-সুপ্রিয়া।