স্টার জলসায় (Star Jalsha) একের পর এক চমক আসছে। কখনও কোনও নতুন সিরিয়ালে তো আবার কখনও পুরনো সিরিয়ালে। দর্শকদের একের পর এক চমক দিয়েই চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে স্টার জলসায় বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে। আবার কিছু আছে যেগুলি আসছে বলে দেখানো হয়েছে। তার মধ্যে এখন সবকিছুর শিরোনামে রয়েছে ‘তুমি আশে পাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle) ধারাবাহিকটি।
এই আসন্ন মেগা ধারাবাহিকের পোস্টার থেকে শুরু করে প্রমো, ট্রেলার দেখে সকলেই একপ্রকার হা হয়ে গিয়েছেন। সকলেই মনে করছেন, এক চিরাচরিত অন্যান্য টিভি সিরিয়ালের থেকে একটু আলাদা ঘরানার হতে চলেছে এই সিরিয়াল। এই সিরিয়ালে প্রথমবারের মতো জুটি বাঁধবেন রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায়। এই দুজনের জুটি দেখার জন্য সকলেই একপ্রকার মুখিয়ে রয়েছেন।
এদিকে এই সিরিয়ালের কারণে স্টার জলসার অন্যতম একটি জনপ্রিয় মেগা ধারাবাহিক বন্ধ হওয়ার মুখে বলে শোনা যাচ্ছে। যার পর থেকে মাথায় একপ্রকার হাত পড়ে গিয়েছে সিরিয়াল প্রেমীদের। তুমি আশে পাশে থাকলে-র সম্প্রচারের দিনক্ষণ জানিয়ে দিল স্টার জলসা। জানা গিয়েছে, রাত ৮টার স্লটে এই সিরিয়ালটি আসতে শুরু করেছে। এদিকে এই স্লটের ঘোষণা হতেই সকলের মাথায় বাজ পড়েছে। কারণ এতদিন ধরে এই স্লটে হচ্ছিল নীল-তিয়াসা লেপচার ‘বাংলা মিডিয়াম’। ৩রা নভেম্বর (শুক্রবার) থেকে রাত ৮টায় সম্প্রচারিত হবে রোহন-অঙ্গনার এই মেগা সিরিয়াল।
এদিকে প্রশ্ন উঠছে, তাহলে কি ২ নভেম্বরই শেষ হচ্ছে বাংলা মিডিয়ামের পথচলা? নাকি নীল-তিয়াসাদের স্লট বদল হবে? সম্প্রতি টেন্ট সিনেমার এই সিরিয়ালে এসেছে একাধিক চমক এসেছে। সেখানে এহেন পরিস্থিতিতে কি হুট করে এই সিরিয়াল বন্ধ করে দেবে চ্যানেল কর্তৃপক্ষ? সূত্র মারফত খবর, স্লট বদল হচ্ছে না, ২রা নভেম্বরই শেষ সম্প্রচার বাংলা মিডিয়াম-এর পথচলা।