মাত্র ১৬ বছর বয়সেই হারান ৯৫% শ্রবণশক্তি, অদম্য ইচ্ছাশক্তির জেরে ২৩ বছর বয়সে হন UPSC টপার

সৌম্য শর্মাকে চেনেন তো? না চিনলে আজ আপনাদের তার গল্প জানাবো। এই গল্প এক অসম্ভবকে সম্ভব করার। বর্তমানে তাকে বদলি করা হয়েছে নাগপুর জেলা পরিষদের নতুন সিইও হিসাবে। এতদিন তিনি মহারাষ্ট্রের নান্দেদে সহকারী কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। কীভাবে শত প্রতিবন্ধকতার মধ্যেও তিনি আজকের এই সাফল্যে পৌঁছেছেন সেই গল্পই জানাবো আপনাদের।

আজ তিনি একজন IAS অফিসার। কিন্তু তার আগে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে তাকে। মাত্র ১৬ বছর বয়সেই নিজের শ্রবণ ক্ষমতার ৯০ থেকে ৯৫ শতাংশ হারান তিনি। তারপরও আজ এই যোগ্যতায় পৌঁছেছেন। অবশ্য শুধু সফল হয়েছেন বললে কম বলা হয়। সারাদেশে নবম স্থান অর্জন করেন তিনি।

সৌম্য শর্মা দিল্লির বাসিন্দা। ছোট থেকে একটাই লক্ষ্য ছিল তার, সিভিল সার্ভিসে যোগ দেওয়া। কিন্তু খুবই কম বয়সে, মাত্র ১৬ বছর বয়সেই শ্রবণশক্তি হারিয়ে ফেলেন তিনি। তারপরও তিনি UPSC এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। সারা দেশে নবম স্থান অধিকার করেন তিনি।

কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে স্বপ্নকে বাস্তবায়িত করেন তিনি। ২৩ বছর বয়সেই এই সাফল্য অর্জন করেন IAS সৌম্য শর্মা। UPSC পরীক্ষায় টোপর হয়ে তাক লাগিয়ে দেন তিনি। সারাদেশের মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হন।

whatsapp image 2021 08 27 at 9.59.46 am 1

২০১৭ সালের ব্যাচের টপার হন তিনি। তার মার্কশিট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সমস্ত পেপারেই দারুণ নাম্বার পেয়েছিলেন তিনি। দিল্লিতে অবস্থিত ন্যাশানাল ল ইউনিভার্সিটি থেকে নিজের LLB সম্পূর্ন করেন তিনি। আজ সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। ট্যুইটার, ইনস্টাগ্রামে দারুণ ফলোয়ার রয়েছে তার।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button