খুশির হাওয়া গোটা দেশে, রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র! উপকৃত হবেন কোটি কোটি মানুষ

এবার বায়োমেট্রিক (Biometric) না মিললেও সমস্যা হবেনা আপনার। রেশন কার্ড (Ration Card) নিয়ে বড়সড় খবর আসছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে। এতদিন বায়োমেট্রিকের সমস্যা নিয়ে রেশন পাওয়া মুশকিল হলেও এবার থেকে সেই সমস্যা হলেও রেশন নিতে পারবেন আপনি। রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্যি নিরঞ্জন জ্যেতি (Sadhvi Niranjan Jyoti) জানিয়ে দিলেন সেই ব্যাপারে।

রাজ‌্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, বায়োমেট্রিক না মিললে আধার নম্বর (Aadhar Card Number) দেখিয়ে মিলবে রেশন। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, কেন্দ্র সরকারের তরফে দাবী করা হয়েছে যে, ১৯.৭ কোটি রেশন কার্ডের মধ্যে ৯৯ শতাংশ কার্ডের বায়োমেট্রিকের কাজ সম্পূর্ন।

983737 ration

তবে বহুক্ষেত্রে সমস্যা আসছে। যেমন কখনো হাতের ছাপ মিলছে না, তো কখনো তথ্যের অভাবে রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক করানো সম্ভব হচ্ছে না। গুরুগম্ভীর সমস্যায় পড়েন প্রবীণ নাগরিক এবং যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তারা। কিন্তু এবার রাজ্যসভার সেশনে সেই নিয়ে চলা প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আধার কার্ডের নম্বর দেখিয়ে রেশন নিতে পারবেন গ্রাহকরা।

উল্লেখ্য, ২২ মার্চ সংসদ অভিযানের ডাক দিয়েছেন রেশন ডিলাররা। সেজন্য আবার রেশন পরিষেবা বন্ধ থাকছে। তবে গ্রাহকরা সেকথা জানতে পারায় ৮৫ শতাংশ গ্রাহকই তাদের রেশন তুলে নিয়েছেন। অভিযানের বিষয়ে কথা বলতে খাদ্যমন্ত্রকের তরফে সদ্যই ডিলার সংগঠনের নেতৃত্বকে ডেকে পাঠানোও হয়েছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button