দুই লক্ষ টাকা বেতন! গার্লফ্রেন্ডের চাকরির জন্য বিজ্ঞাপন যুবকের, জমা পড়ল অঢেল আবেদন

পৃথিবীতে প্রায় সমস্ত প্রাণীই সঙ্গী খুঁজতে থাকে। মানুষ হোক কি অন্যান্য প্রাণী, একা থাকতে কেউই পছন্দ করেনা। এইতো মাত্র কয়েকদিন আগের কথা, মার্কিন মুলুকে এক আফ্রিকান কাছিম একা থাকতে থাকতে বিরক্ত হয়ে যাওয়ায় সুদূর পথ পাড়ি দেয়। ঠিক সেরকম ভাবেই চিনের দুই যুবক যা করেছেন তাতে সাড়া পড়ে গিয়েছে সারা দুনিয়ায়।

টেকনোলজির যত উন্নয়ন হয়েছে মানুষের মধ্যেকার একাকীত্ব যেন আরো বেড়েছে। আর তাই দুই ছেলে নিজেদের গার্লফ্রেন্ড খুঁজে বের করার জন্য এক অদ্ভূত মিশন শুরু করেছে। যেখানে শুধুমাত্র গার্লফ্রেন্ড হওয়ার জন্যই বেতনস্বরুপ মিলবে ২ লক্ষ টাকা!

এমন অনেকেই আছেন যারা রমণীমহলে বেশ বিখ্যাত। আবার এমন কিছুজন রয়েছে যারা সামান্য মহিলা সংযোগ পাওয়ার আশায় ব্যাকুল। বর্তমান দিনে নিজের সঙ্গী খোঁজার অনেক বিকল্প রয়েছে যেমন ধরুন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ডেটিং সাইট/অ্যাপ। এই সমস্ত জায়গা থেকেই নিজের উপযুক্ত সঙ্গী খুঁজে পেতে পারেন আপনি।

কিন্তু তাই বলে বিজ্ঞাপন! রীতিমত কর্মখালির মত বিজ্ঞাপন দিয়েছেন দুই চিনা যুবক। বেশ মোটা অংকের স্যালারি মিলবে প্রতিমাসে। এবার এমন নয় যে, তাদের রমণীসঙ্গ মেলেনি, কিন্তু মজার ব্যাপার এই যে নিজেদের চাহিদা অনুযায়ী গার্লফ্রেণ্ড খোঁজার জন্য এক অদ্ভুত মিশনে নেমেছে দুই যুবক। মাসে ২ লাখ টাকা অফার করছে তারা। ইতিমধ্যেই বহু আবেদন পড়েছে সেখানে।

এক্ষেত্রে কিন্ত সবাই সেই পদের জন্য আবেদন করতে পারবেন না, দুই চিনা যুবকের মন মজেছে থাইল্যান্ডের ললনাদের প্রতি। তারা ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে শুরু করেছে গার্লফ্রেণ্ড খোঁজার মিশন। আর এই কাজে তাদের সাহায্য করছে এক থাইল্যান্ড নিবাসী যুবক। তিনি তার পোস্ট লিখেছেন, “আমার দুই চাইনিজ বন্ধু নিজের জন্য সঙ্গী খুঁজছে। ১৮ থেকে ২৩ বছর বয়সীরাই এক্ষেত্রে আবেদন করতে পারেন। আর গার্লফ্রেণ্ড পদে সিলেক্ট হলেই মিলবে ২.১৬ লক্ষ টাকা বেতন।’’ কাজ পছন্দ হলে স্যালারি যে আরো বাড়বে সেই বিষয়েও জানান তিনি।

তবে সহজ নয় সেই পদে আবেদন করা। বেশ কিছু শর্তাবলী ছিল গার্লফ্রেণ্ড এর ‘চাকরি’-এর পদে বহাল হওয়ার জন্য। যেমন ধরুন, চাকরিতে আগ্রহী প্রার্থীদের কোনো ধরনের মাদক দ্রব্য সেবন করা চলব না। এছাড়া তাদের চাইনিজ ভাষা জানতে হবে এবং সমস্ত কাজেই সুলক্ষণা হলে তবে মিলবে এই চাকরি। অনেকেই সেই ফেসবুক পোস্টার নীচে তাদের চিনা ভাষার জ্ঞ্যানগম্মি দেখিয়েছেন।

পরে মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, প্রজাপতি দেবের ইচ্ছায় অবশেষে দুই যুবকই তাদের মনের সঙ্গী পেয়েছেন। তারা তো নিজেদের মত সঙ্গী পেলেন বটে কিন্ত সারাবিশ্বে এই নিয়ে কম মজা হয়নি। তবে প্রার্থীকে নির্বাচন করার পর সেই ‘কর্মখালি’ বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button