সকাল থেকেই শুরু হয়েছে মেঘ রোদের খেলা। বঙ্গোপসাগরে (Bay Of Bengal) ঘনীভূত হওয়া জোড়া ঘূর্ণাবতের (Vortex) কারণে আজ থেকে আবারও একবার নতুন করে রাজ্যের (West Bengal) আবহাওয়ার আমূল বদল ঘুরতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হবে বৃষ্টিও। একদিকে যখন একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে তখন আবার অন্যদিকে বৃষ্টি ও সঙ্গী হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
সাতসকালে ঘুম থেকে উঠলে সকলেই ঠান্ডা আবহাওয়া টের পান। যদিও দুপুর গড়াতে না গড়াতেই ফের একবার অস্বস্তিকর আবহাওয়া যেন উড়ে এসে জুড়ে বসে। এদিকে আবার সন্ধ্যেবেলা হতে না হতেই নতুন করে ঠান্ডা আবহাওয়া যেন ফিরে আসে। কার্যত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া এমনটাই চোখ পাল্টি করছে। এখন সকলের মুখে মুখে একটি প্রশ্ন বাংলায় কবে জাঁকিয়ে শীত পড়বে?
এই নিয়ে বড় আপডেট দিল আলিপুর মৌসম ভবন। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিন আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী দিনে এখনই বাংলায় নতুন ফের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি উত্তরবঙ্গের (North Bengal) দুটি বড় জেলা অর্থাৎ দার্জিলিং ও কালিম্পং আজ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বাদবাকি উত্তরবঙ্গে জেলাগুলিতে কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
এদিকে চলতি সপ্তাহে কলকাতা সহ গটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা হু হু করে নামতে শুরু করবে। এক ধাক্কায় প্রায় দুই থেকে তিন ডিগ্রি নেমে যাবে। অন্যদিকে তিলোত্তমার পারদ ২০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবারের পর থেকে রাজ্যে শীতের আমেজ পাকাপাকিভাবে আমেজ পেতে শুরু করবেন সকলে।