ভাইরাল ভিডিওতে অশ্লীল নাচ! ওটা কী তিনিই? এবার মুখ খুললেন যুব তৃণমূল নেত্রী রাজন্যা হালদার

সম্প্রতি ২১-শে জুলাইয়ের মঞ্চে একটি মেয়ে সকলের নজর কেড়েছিল। আর সে হল রাজন্যা হালদার (Rajanya Haldar)। এরপর যাদবপুরে (Jadavpur University) বিক্ষোভ দেখাতে গিয়ে জামা ছিঁড়ে যাওয়া থেকে শুরু করে ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট…এখন যে সবেতেই লাইমলাইটে রাজন্যা হালদার।

এবারও তার ব্যতিক্রম ঘটল। আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন তিনি। না এবার তাঁর বক্তব্যের জন্য না, এবার তিনি ভাইরাল হলেন নিজের নাচের জন্য। রাজন্যা হালদারের এই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক। রাজন্যার নাচের অঙ্গভঙ্গি দেখে সকলেরই কম বেশি চোখ ছানাবড়া হয়ে গিয়েছে।

এদিকে ভাইরাল হওয়া এই ভিডিও প্রসঙ্গে তৃণমূলের (Trinamool Congress) ছাত্র নেত্রী রাজন্যা হালদার কিন্তু মুখে কুলুপ এঁটে থাকেননি। বরং যারা এই ভিডিও ভাইরাল করে অন্যরকম ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন রাজন্যা। ভিডিওটির আদৌ কতটা সত্যতা আছে সেই নিয়েও তিনি মুখ খোলেন।

রাজন্য সংবাদমাধ্যমকে জানান, ‘ভিডিওটি আমার। এটা আমার ব্যক্তিগত জীবনের ভিডিও। নাচের মধ্যে অশ্লীলতা কী আছে, সেটা আমি সত্যিই জানি না। এটা যারা ভাইরাল করছে তাদের পাত্তা দিতে চাই না। কে কী বলল, কে কী বলল না, তাতে সত্যিটা ঢেকে যাবে না।‘

রাজন্যার নিশানায় রয়েছে বামপন্থীরা। ছাত্রনেত্রী জানান, ‘ওরা এখন যে কাণ্ড যাদবপুরে ঘটিয়ে ফেলেছে, সেটা চাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। তাই যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা হেনস্থা আমাকে যা খুশি বলুক। কিন্তু ওই ভিডিওয় আমার সঙ্গে বোনও রয়েছে। এত বড় বড় প্রগতিশীলতার কথা বলে, অ্যান্টি ব়্যাগিংয়ের কথা বলে অথচ ভিডিও নিয়ে নোংরা কমেন্ট করছে। আমি রাজনীতির ময়দানে আছি। আমার বোন তো নেই! তাঁকে তো মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। আমার মনে হয় এটা ব়্যাগিং।’