দীঘা (Digha)… এই সমুদ্র সৈকতটি ভ্রমণ প্রিয় বাঙালির কাছে সবসময় একটি আলাদাই ভালো লাগার জায়গা। শীত-গ্রীষ্ম হোক বা বর্ষা যেকোনো সময়ই হোক না কেন মানুষ এখানে আসবেনই কারণ দীঘা যাওয়া অনেকটাই সস্তার। সেই সঙ্গে অনেকেই আছেন যারা সমুদ্র ভালোবাসেন তাদের কাছে তো এই জায়গাটা এক প্রকার স্বর্গ।
এদিকে সম্প্রতি দুর্গাপুজো হয়ে গেল আর দুর্গাপুজোর সময় অন্যান্য জায়গার মতো এই দিঘাও পর্যটকদের আগমনের জেরে গমগম করছিল। উৎসবের মৌসুমে মানুষ বড্ড পছন্দ করেন দিঘা। অন্যান্য বারের মত এবারও দিঘায় পর্যটকদের ভিড় একপ্রকার উপচে পড়েছিল। এদিকে দিঘার পর্যটকদের কথা মাথায় রেখে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলে প্রশাসন। এবার সেই সিদ্ধান্তের মধ্যেই একটি ছিল প্রমোদতরী। দিঘায় গিয়েই একদম গোয়ার ফিল পেয়ে যাবেন পর্যটকরা।
প্রশাসন জানিয়ে দিয়েছিল পুজোর মধ্যে একটি বিশাল প্রমোদ তরী ভাসবে দিঘার সমুদ্রে আর হলোও তাই। এদিকে এই প্রমোদতরী দেখে বেজায় খুশি পর্যটকরা। দিঘায় যাওয়ার একটা আলাদাই আনন্দ পেলেন এবারের পর্যটকরা। জানা গিয়েছে এই দুর্গা পূজার মধ্যেই দিঘার সমুদ্রে ট্রায়াল রান হয়ে গেল বিলাসবহুল এই প্রমোদতরীর। দিঘার প্রশাসনের তরফে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় সৈকত শহর দীঘায় খুব শীঘ্রই পর্যটকদের জন্য ক্রিক ক্রুজ বা এক বিলাসবহুল জলযান চালু হতে চলেছে। এদিকে এই ক্রুজকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে পর্যটকদের মধ্যে।
অনেকেই মনে করছেন এই বিলাসবহুল ক্রুজের আগমনে কারণে পর্যটকদেরও আনাগোনা বাড়বে দিঘায়। আর যার প্রভাব পড়বে অর্থনীতিতেও। এই ক্রুজটির নাম হল ‘এমভি নিবেদিতা’। এই ক্রুজে ৮০ জন থাকতে পারবেন এমনকি এই ক্রুসে বিশেষ পার্টিরও আয়োজন করা যাবে। ওল্ড দিঘা থেকে মেরিন ড্রাইভ, শঙ্করপুর, মন্দারমণির পাশাপাশি খাড়ি এলাকাগুলিতে ঘুরবে এই ক্রুজ। যদিও খরচ নিয়ে এখনো তেমন কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে জানা যাচ্ছে যে, ২ হাজার টাকার মধ্যেই সমুদ্রের বুকে মজা করার সুযোগ পাবেন পর্যটকরা।