আপনিও যদি ট্রেনপ্রেমী হয়ে থাকেন তবে আপনার জন্য রইল দারুণ এক সুখবর। বিশেষ করে আপনিও যদি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সহ ভারতের (India) দ্রুত ও প্রিমিয়াম ট্রেনে ভ্রমণ করতে ভালোবেসে থাকেন তাহলে এই খবরটি পড়ে আপনি একপ্রকার খুশিতে লাফিয়ে উঠবেন।
বর্তমান সময়ে দেশের বহু প্রান্তে ছুটে বেড়াচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের জনপ্রিয়তা এখন যত সময় এগোচ্ছে ততই মানুষের মধ্যে বাড়ছে। যদিও এখনও অবধি এরকম প্রিমিয়াম ট্রেনের ভাড়া গুণতে গিয়ে অনেকেই একপ্রকার হিমশিম খান। এই ট্রেনের মাধ্যমে আপনি চোখের নিমেষে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারবেন। কিন্তু এখনও এই ট্রেনের ভাড়া অনেকেরই সাধ্যের মধ্যে নেই। কিন্তু আপনাকে যদি বলা হয়, মাত্র ৩৮০ টাকায় আপনি এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন তাহলে কেমন হয়?
নিজের কানকে ও চোখকে বিশ্বাস করতে পারছেন না তো? কিন্তু এটাই সত্যি। আপনি বন্দে ভারতের মতো ট্রেনে উঠতে পারবেন তাও মাত্র ৩৮০ টাকায়। হ্যাঁ এমনই সুযোগ আপনাকে দিচ্ছে রেল। তাহলে আসুন বিষয়টি খুলে বলা যাক।
পাটনা থেকে এই ট্রেনে কোথাও যেতে চাইলে ৩৮০ টাকার টিকিট কেটে যেতে পারেন। আপনি ৩৮০ টাকার টিকিট নিয়ে পাটনা থেকে পাটনা সাহিব ভ্রমণ করতে পারেন। এই ভাড়া আপনাকে এসি চেয়ার কারে গুণতে হবে। এছাড়া আপনি যদি পাটনা থেকে পাটনা সাহিব পর্যন্ত এক্সিকিউটিভ ক্লাসের টিকিট নেন তবে এর জন্য আপনাকে ৭০৫ টাকা খরচ করতে হবে। এক হাজার টাকা খরচ করতে পারলে এক্সিকিউটিভ ক্লাসে পাটনা থেকে মোকামা যেতে পারবেন। চেয়ার কারে মোকামার জন্য আপনাকে দিতে হবে মাত্র ৫৫০ টাকা। হাওড়া স্টেশন থেকে এই ট্রেনে উঠতে হলে ন্যূনতম ভাড়া দিতে হবে ৬০০ টাকা।