অক্টোবরে ডার্বি, ঘোষিত হল ISL-র সূচি! ইস্টবেঙ্গল, মোহনবাগানের প্রথম ম্যাচ কবে?
কলকাতাঃ ডুরান্ড কাপের মধ্যেই বেজে গেল ISL-র ডঙ্কা। কিছুদিন আগেই জানানো হয়েছিল যে, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ইন্ডিয়ান সুপার লিগের আসর বসতে চলেছে। তবে, সেদিন ISL-র শিডিউল জারি করা হয়নি। এবার আর রাখঢাক না রেখে এ বছরের আইএসএলের সূচি ঘোষণা করা হল। গতবার ISL-র ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও মুম্বই সিটি এফসির ম্যাচ দিয়ে ইন্ডিয়ান ...