নতুন প্রেমে হাবুডুবু! অবশেষে ছবি সহ নিজের মনের মানুষের পরিচয় ফাঁস করলেন খোদ শ্রাবন্তী

শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) … বাংলা চলচ্চিত্র দুনিয়ার একজন নামী অভিনেত্রী (Actress) বরাবরই তিনি সংবাদ শিরোনামে থাকেন। সে নিজের অভিনয়ের জাদু হোক বা সম্পর্ক তাকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বর্তমান সময় অভিনেত্রী যতটা সিনেমা নিয়ে নয় আলোচিত হন তার থেকে কয়েকগুণ বেশি আলোচিত হন নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে।

   

ইতিমধ্যেই তিন-তিনটি দিয়ে ভেঙেছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়-এর। তাও তিনি এক কথায় রঙিন মানুষ প্রেমে পড়তে তার ভয় করে না, তা তিনি বারবারই কোনো না কোনো সাক্ষাৎকারে জানিয়েছেন। এরই মাঝে ফের একবার সকলের দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী। তার একটি ছবি এবং কিছু কথা সকলের এক প্রকার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে বিশেষ করে তার অনুরাগীদের।

তার ছবি ও ছবি সহকারে কিছু লেখা দেখে অনুরাগীদের মনে একটাই প্রশ্ন জাগছে ফের একবার কি প্রেমে পড়লেন অভিনেত্রী শ্রাবন্তী? খুব শীঘ্রই অভিনেত্রীকে দেবী চৌধুরানী চরিত্রের অভিনয় করতে দেখা যাবে। এক সংগ্রামী নারীর চরিত্রে শ্রাবন্তীকে কেমন দেখতে লাগে সেটা দেখার জন্য তার অনুরাগীরা একপ্রকার মুখিয়ে রয়েছেন। এসবের মাঝেই অভিনেত্রী সামাজিক মাধ্যমে এক প্রকার ঝড় তুললেন।

তবে আপনারা যদি ভেবে থাকেন অভিনেত্রী নতুন করে কারো প্রেমে পড়েছেন তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। আসলে তিনি সমাজ মাধ্যমে নিজের এক প্রিয় বান্ধবীর কথা তুলে ধরেছেন যাকে ছাড়া অভিনেত্রী একদন্ডও চলতে পারেন না। সঞ্চারি চক্রবর্তী শ্রাবন্তীর প্রিয় বান্ধবী সেটা হয়তো ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। কিছুদিন আগে তিন বন্ধু মিলে ছুটিও কাটাতেও গিয়েছিলেন সমুদ্রে। এবার তাঁর জন্মদিনে একটি ছবি পোস্ট করেছেন। সামনে রয়েছে বার্থডে কেক। তারইসঙ্গে ক্যাপশনে লেখা, ‘তোমাকে ছাড়া আমি আমার জীবন ভাপতেই পারি না প্রিয় বন্ধু। লাভ ইউ’। এদিকে শ্রাবন্তীর পোস্টের কমেন্ট বক্সে সঞ্চারীকে নেটিজেনরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।