ভেন্টিলেশনে হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা, পরিস্থিতি অতি সঙ্কটজনক! কেমন আছেন অভিনেত্রী?

সারাবাংলার বিনোদনপ্রেমি মানুষের নজর এখনো টলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) ওপর। ৮ থেকে ৮০ সব্বাই তারজন্য সুস্থতা কামনা করে চলেছেন। কিন্তু এখনো তার অবস্থা স্থিতিশীল নয়। আর তারই মধ্যে নয়া রিপোর্ট বলছে অভিনেত্রী নাকি হৃদরোগেও আক্রান্ত।

পর পর হার্ট অ্যাটাক হয়েছে ঐন্দ্রিলার। CPR দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে। মঙ্গলবারই চিকিৎসকরা জানান যে, মাথার যেদিকে অস্ত্রোপচার হয়েছে তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। সেই নিয়ে উদ্বেগজনক অবস্থার মাঝেই আরো চিন্তা বাড়ল।

ঐন্দ্রিলা শর্মার শরীর সাড়া না দেওয়ায় ইতিমধ্যে তার ওষুধ বদলে ফেলা হয়েছে। অ্যান্টিবায়োটিক চালু করে বাড়তি সতর্কতার মধ্যে রাখা হয়েছে তাকে। নয়া আপডেটে চিকিৎসকরা জানিয়েছিলেন যে, মাথায় আবার অস্ত্রোপচার করা সম্ভব না।

ওষুধ দিতেই নতুন করে জমাট বাঁধা রক্ত কমানোর চেষ্টা করছিলেন চিকিৎসকরা। কিন্তু সেখান থেকে কোনো আশার আলো দেখতে পাননি তারা। সেইসাথে উদ্বেগ বাড়িয়েছে নয়া সংক্রমণ। আশাজনক পরিস্থিতিতে নেই তিনি।

aindrila sharma 1s4

রক্তচাপ নিয়েও সমস্যা থাকায় বাড়ানো হয়েছে ভেন্টিলেশনের মাত্রা। সে আগে আশার আলো দেখা গেলেও এবার উদ্বেগ অনেকটা বেড়েছে। সেজন্যই প্রেমিক সব্যসাচী চৌধুরী, ঐন্দ্রিলার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button