ফের জুটি বাঁধছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী! এবার দেখা যাবে কালজয়ী চরিত্রে, অধীর আগ্রহে ভক্তরা

টলিউড হোক কি বলিউড, সর্বত্রই লার্জার দ্যান লাইফ ছবির রমরমা। এবছরের দুই বড় ছবি ‘RRR’ এবং ‘KGF-2’ , দুটিই কিন্তু লার্জার দ্যান লাইফ সিনেমা। দক্ষিণী ছবির রমরমা বাজার বলিউডকে সমস্যায় ফেলে দিয়েছে। এমতাবস্থায় বাংলা ছবিকে বিখ্যাত হওয়ার জন্য নতুন কিছু করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।
বাংলা ছবির কাছে রয়েছে গল্পের অফুরন্ত ভাঁড়ার। বাংলার বুকে জন্মগ্রহণ করেছেন বিখ্যাত সাহিত্যিক। তাই বাংলার বুকে দাঁড়িয়ে যে কারোরই কনটেন্টের অভাব হবেনা সেটা আর বলার অপেক্ষা রাখেনা। ভালো করে রিপ্রেজেন্ট করতে পারলে বাংলার চলচ্চিত্র জগৎ আবার স্বমহিমায় আগের স্থানে ফিরে যাবে।
আর সেরকমভাবেই পরিচালক শুভ্রজিৎ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chatterjee) কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’কে বেছে নিয়েছেন নিজের পরবর্তী প্রোজেক্ট হিসেবে। খুব শীঘ্রই বড় পর্দায় আসছে বঙ্কিমচন্দ্রের এই উপন্যাস। পরিচালক শুভ্রজিৎ মিত্রর তত্বাবধানে কাজ চলছে। এদিকে কথা হচ্ছে কে কোন চরিত্রে অভিনয় করবেন!
তাহলে বঙ্কিমচন্দ্রের উপন্যাসে দেবী চৌধুরানীর (Debi Chowdhurani) চরিত্রে কাকে দেখা যেতে পারে? কাকেই বা ভবানী পাঠকের (Bhabani Pathak) চরিত্রে দেখা যাবে? সেই উত্তরও এসে গিয়েছে। নাম যাচ্ছে পরিচালক নাকি দেবী চৌধুরানীর জন্য শ্রাবন্তীর (Srabanti Chatterjee) কথা ভাবছেন। আর ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
প্রসেনজিৎকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি চিত্রনাট্য পড়েছি, বেশ ভালো লেগেছে। একটা অ্যাম্বিশাশ প্রোজেক্ট হতে চলেছে বলে আমার বিশ্বাস।” যদিও এখনই কোনো সইসবুদ হয়ে যায়নি। আপাতত তিনি বাইরে, ফিরে এসেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
জানিয়ে রাখি, বহুদিন ধরেই এই ছবির উপর কাজ করছেন পরিচালক শুভজিৎ মিত্র। তিনি স্থানীয় লোককথা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্যে ছবিটি তৈরী করছেন। আর বাংলা ছাড়াও আরো পাঁচটি ভাষায় মুক্তি পেতে পারে ছবিটি। এও জানা যাচ্ছে যে, এটাই নাকি বাংলা ভাষার সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে।