ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বৃষ্টি! সপ্তমীতে ভাসবে দক্ষিণবঙ্গের তিন জেলা: আবহাওয়ার খবর

আর মাত্র একটা দিন তারপরই মহাষষ্ঠী। উমা মায়ের বোধন। কিন্তু সব আনন্দ যেন মাটি করে দিতে চলেছে এই অসময়ের বৃষ্টি। একে তো দুবছর পর করোনা অসুর বধ হয়েছে। এবছর পুজোয় না থাকছে মাস্ক পরার বাধ্যবাধকতা, আর না থাকছে ভিড়ের মধ্যে দূরত্ব বজায় রাখার ঝামেলা। পুরোদমে এই বছরের পুজোকে উপভোগ করার প্ল্যান করে রেখেছিল আপামর বাঙালি।
কিন্তু বৃষ্টি যেন সেইসমস্ত প্ল্যান ভণ্ডুল করে দিতে চলেছে। এমনকি ১ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন থেকেই ঘূর্ণাবর্ত তৈরী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার সেই ঘূর্ণাবর্ত কেমন ব্যাটিং করবে তার ওপরেই নির্ভর করছে পুজোর আবহাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ষষ্ঠীর পর থেকে বাড়তে পারে বৃষ্টির প্রকোপ।
কলকাতার আবহাওয়া : হাওয়া অফিস সূত্রে খবর ১ অক্টোবর রাত থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এক্ষুণি পুজোর পুরো আবহাওয়া আপডেট দিতে পারছে না তারা। তবে পুজোর সময় প্রত্যহই আবহাওয়া আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে তারা।
উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গ অবশ্য বৃষ্টিতে ভিজবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। তবে সপ্তমী বা অষ্টমীর দিন হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা সেখানে নেই বললেই চলে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গ জুড়ে ৩০ সেপ্টেম্বর থেকেই বৃষ্টি হতে চলেছে। বজ্রবিদ্যুত সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সপ্তমীর দিন বঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে এরপর অষ্টমী নবমীতে একটু যেন ছাড় দেবে বৃষ্টি।
আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৮° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭১%
আগামীকাল থেকে কেমন থাকবে আবহাওয়া : শনিবার দিন থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। আসলে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।