একইসাথে জোড়া ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! পুজোতে কেমন থাকবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের আবহাওয়া?

আজ থেকেই শুরু মা দুর্গার পুজো। মহাষষ্ঠী আজ। মানুষের ঢল নামতে চলেছে সারাবাংলা জুড়ে। শুরু হয়ে গিয়েছে বাংলার শ্রেষ্ঠ উৎসব ‘দুর্গোৎসব’। মানুষের মনে এখন অশেষ আনন্দ কিন্তু সেই আনন্দকে মাটি করে দিতে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। তবে কি আজ থেকেই বঙ্গে বৃষ্টি শুরু হবে? কী জানাচ্ছে হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরী হওয়ায় কথা ছিল তা ইতিমধ্যেই ঘনীভূত হয়েছে। কিন্তু আশঙ্কার ব্যাপার এই যে, আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে। আর এই দুই ঘূর্ণাবর্ত মিলে তৈরি করবে গভীর নিম্নচাপের।

জোড়া ঘূর্ণাবর্তের কারণে ভিজতে চলেছে সারা বাংলা। যদিও সেখানে কিছুটা আশার আলো দেখিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন যে, আপাতত এই নিম্নচাপ ওড়িশা অভিমুখী। বাংলাকে হয়তো ছুঁয়ে বেরিয়ে যেতে পারে। তাই আপাতত বাংলায় দুর্যোগের সম্ভাবনা কম।

ষষ্ঠীতে বৃষ্টি হবে কী?

১) কলকাতায়: কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ কম। যদিও আকাশে মেঘ থাকবে কিন্তু সেইভাবে বৃষ্টি হওয়ার বিষয়ে কিছু জানায়নি হাওয়া অফিস। তবে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেনা তারা। তবে পুজোর সারা আনন্দ মাটি হবেনা তাতে।

২) দক্ষিণবঙ্গের আবহাওয়া : উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে আজ সেরকম বৃষ্টি না হলেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাড়বে বৃষ্টির পরিমাণ।

durga pujo rain

৩) উত্তরবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের চেয়ে অনেকটাই আলাদা হবে উত্তরবঙ্গের আবহাওয়া। যদিও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের থেকে কম বলে জানিয়েছে হাওয়া অফিস।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button