নতুন সপ্তাহের শুরু হয়েছে। এদিকে সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা চলছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি আবারও পাত্তারি গুটিয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ ব্যাপক গরম পড়ছে। দক্ষিণে লাগাতার কয়েকদিন বৃষ্টির দাপটের পর হঠাৎ করেই যেন আবহাওয়া গুম মেরে গেল। চড়ছে গরম। এসবের মাঝেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগামহীন বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হ্যাঁ, ভ্যাপসা গরমের পাশাপাশি বৃষ্টি একপ্রকার তাণ্ডব চালাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে।
আজ সোমবার বাঁকুড়ার জন্য বিশেষ করে সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি। এদিকে তিলোত্তমায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বাইরে বেরোতে গেলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না। যদিও গরম বাড়বে, যে কারণে কালঘাম ছুটবে দক্ষিণবঙ্গের মানুষের।
অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি সেইসঙ্গে হু হু করে নামছে পারদ। বিশেষ করে দার্জিলিং, কালিম্পঙ-এ। রোদ, বৃষ্টি, গরমের মাঝেই আবারও একবার ব্যাপক আবহাওয়া বদলের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর মৌসম ভবনের তরফে সাফ বলা হয়েছে, বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
সপ্তাহের শুরুতেই কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। জারি রয়েছে চরম সতর্কতা, ফলে সাবধানে থাকুন।