গুমোট গরম থেকে মুক্তি, কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় স্বস্তির বৃষ্টি! জানাল আবহাওয়া দফতর

ঘন ঘন মুড সুইং হচ্ছে আবহাওয়ার (Weather)। কখনও মুষলধারে বৃষ্টি নামছে তো কোথাও বা আবার ভ্যাপসা গরম পড়ছে। যে কারণে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। সকাল হোক বা বিকেল, বাইরে বেরোলেই যেন মনে হচ্ছে ত্বক জ্বলে যাবে। যদিও ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখা, এই দুইয়ের ঠেলায় ঘন ঘন রূপ বদলাচ্ছে আবহাওয়া। আজ সকাল থেকেই আকাশে মেঘের দেখা মিলেছে। আবার কখনও চড়া রোদেরও সাক্ষী থাকছেন মানুষ। অবে বিকেলের পর আবহাওয়ার রদবদল ঘটতে পারে। এমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

লাগাতার ভ্যাপসা গরমের মাঝেই বিকেলের পর স্বস্তি মিলতে পারে। হতে পারে বৃষ্টি। আলিপুর মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার দুপুর বা বিকেলের পর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি যেমন মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ।

যদিও দুই বঙ্গে এখনই কোনওরকম ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর খটখটে শুকনো থাকলেও দেশের বিভিন্ন প্রান্তে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। উত্তর প্রদেশের অনেক জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জন্য আবহাওয়া বিভাগের হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। লখনউ, বারাবাঙ্কি, গোন্ডা, লখিমপুর খেরি, হরদোই এবং সীতাপুরে বজ্র বিদ্যুতের কারণে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর।

rain storm weather wb s

অন্যদিকে ভারতীয় আবহাওয়া দফতর বা IMD জানিয়েছে, সোমবার পূর্ব উত্তরপ্রদেশ এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে ওড়িশা, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ অঞ্চল, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ে বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ব্যাপক বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার দফতর উল্লেখ করেছে।