লাগাতার কয়েকদিন ধরে টানা গরমের পর গতকাল মঙ্গলবার দুপুর হতেই অঝোরে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টি হলেও কাজের কাজ কিছুই হয়নি। অস্বস্তিকর গরম যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। এদিকে গতকালের পর আজ বুধবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ গোমড়া। কালো মেঘে ফাহেলে রয়েছে আকাশ। যদিও মাঝেমধ্যে চড়া রোদ কালো মেঘের আড়াল থেকে উঁকিও মারছে। এদিকে গরম, বৃষ্টির মাঝেই কলকাতায় চরম সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আপনিও যদি বাইরে বেরোনোর পরিকল্পনা করে থাকেন অথবা বাইরে রয়েছেন তাহলে এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে যে বঙ্গোপসাগরে (Bay of Bengal) নতুন করে এক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে এই ঘূর্ণাবর্তের দাপটের জেরে প্রবল বর্ষণ ধেয়ে আসছে দক্ষিণবঙ্গে (South Bengal), বলে পূর্বাভাস রয়েছে।
আজ বুধেই আবহাওয়া চরম চোখ পাল্টি করবে বলে কার্যত ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া অফিসের বিজ্ঞানীরা। আজও দফায় দফায় কলকাতা ও শহর লাগোয়া এলাকাগুলিতে ব্যাপক বৃষ্টি হবে বলে খবর। দোসর হতে পারে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ। আর বৃষ্টি হালকা নয়, বরং ভারী হতে চলেছে বলে পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। আজ শহরের পারদও কমবে। বুধে কলকাতা সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ায়। এই জায়গাগুলোতে বেশ কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এছাড়া আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুধু তাই নয়, এদিন দফায় দফায় বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
এদিকে বৃষ্টির কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠবে বলে ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আগামী শুক্রবার অবধি এরকম বৃষ্টির দাপট চলবে বলে খবর। অন্যদিকে উত্তরবঙ্গের পারদ হু হু করে কমবে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ সহ সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে মৌসম ভবন।