ঝেঁপে বৃষ্টি হলেও গরমের দাপট যেন কিছুতেই কমতে চাইছে না। বাড়ি থেকে একটু বেরোলেই মানুষের এক প্রকার কালঘাম ছুটেই যাচ্ছে। যাইহোক এসবের মাঝে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ফলে আপনিও যদি এখন বাড়ি থেকে বেরনোর পরিকল্পনা করছেন বা ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন তাঁদের অবশ্যই এখুনই আবহাওয়া হাল হকিকত সম্পর্কে জেনে নেওয়া জরুরি বৈকি।
আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবহাওয়া চোখ পাল্টি করতে চলেছে। ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ মাঝারি বৃষ্টি। যদিও শুধু আজকেই নয়, আগামী বেশ কয়েকদিন আবহাওয়ার মতিগতি প্রায় একইরকম থাকবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন।
জোড়া ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা…একপ্রকার এই দুইয়ের দাপটে ব্যাপক ঝড় বৃষ্টির সাক্ষী থাকতে চলেছেন বাংলার মানুষ। একটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে আরও একটি মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। যার ফলে এরকম পরিস্থিতি বজায় থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে। আজ কোথায় কোথায় বৃষ্টি হবে জানেন? এই প্রসঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, আজ বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।
এদিকে বৃষ্টির চরম দাপটের সাক্ষী থাকতে চলেছেন পাহাড়ের মানুষ অর্থাৎ উত্তরবঙ্গের বাসিন্দারা। আজ উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। এই জেলাগুলিতে আজ ও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলা গুলিতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর।