এবার পশ্চিমবঙ্গের এই স্টেশনগুলিতে জলের দরে মিলবে ওষুধ! বড় উদ্যোগ রেলের, দেখে নিন তালিকা

সাধারণ মানুষের যাতে সুবিধা করা যায় তার জন্য কোনো না কোনও পদক্ষেপ নিয়েই চলেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে রেল (Indian Railways), স্বাস্থ্যের ক্ষেত্রে। রেলের কথা বলতে গেলে, ভারতীয় রেল যাত্রীদের আরও ভাল সুবিধা দেওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করেই চলেছে। এই পর্বে, যাতে ট্রেনে ভ্রমণ করতে গিয়ে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য নয় উদ্যোগ নিল রেল।

   

এবার ভারতীয় রেল স্টেশনগুলিতে যাত্রীদের সুবিধার জন্য মেডিকেল স্টোর (Central Medical Store) খুলতে চলেছে। স্বাস্থ্য মন্ত্রকের প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র প্রকল্পের আওতায় রেল স্টেশন এবং রেল হাসপাতালগুলিতে জন ঔষধি কেন্দ্র খোলার জন্য স্বাস্থ্য মন্ত্রকের সাথে সহযোগিতা করতে চলেছে ভারতীয় রেল। প্রাথমিকভাবে দেশের ৫০টি রেল স্টেশনে এমন ওষুধের দোকান খোলা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। বাংলারও একাধিক স্টেশনে খুলবে এই জন ঔষধী কেন্দ্র। কোন কোন স্টেশনে খুলবে জানেন?

এই প্রসঙ্গে রেল জানাচ্ছে, তিরুপতি, নিউ তিনসুকিয়া, লুমডিং, রঙ্গিয়া, দ্বারভাঙা, পটনা, কাটিয়ার, জঙ্গির-নইলা, আনন্দ বিহার, অঙ্কলেশ্বর, মহেসানা জংশন, সিনি জংশন, শ্রীনগর, এসএমভিটি বেঙ্গালুরু, বাঙ্গারপেট, মাইসোর, হুবলি জংশন, পালাক্কড, পেন্দ্রা রোড, খড়গপুর, রাতলম, মদন মহল, বিনা, লোকমান্য তিলক টার্মিনাস, মানমদ, পিম্পরি, সোলাপুর, নইনপুর, নাগভির, মালাদ, খুরদা রোড, ফাগওয়াড়া, রাজপুরা, সেওয়াই মাধোপুর, ভগৎ কি কোঠি, মালদা টাউন, কাশীপুর, তিরুচিরাপল্লী জংশন, ইরোড, দিন্দিগুল জংশন, সেকন্দ্রাবাদ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বীরঙ্গনা লক্ষ্মীবাই, লখনউ জংশন, গোরক্ষপুর জংশন, বারাণসী, আগ্রা ক্যান্টনমেন্ট, মথুরা, যোগনগরী ঋষিকেশে খোলা হবে এই ওষুধ কেন্দ্র।

এদিকে রেলওয়ের এই পদক্ষেপ সেই যাত্রীদের জন্য আশীর্বাদ হিসাবে প্রমাণিত হতে পারে, যাদের ভ্রমণের সময় স্বাস্থ্য সমস্যা হলে প্রচুর সমস্যার মুখোমুখি হতে হয়। রেলওয়ের এই উদ্যোগের ফলে ট্রেন যাত্রীরা শুধু স্টেশনেই ওষুধ পাবেন না, বরং খুবই অল্প দামে তাঁরা প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন ঔষধি যোজনা চালু করেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে। ভারতে এর ৯,০০০ কেন্দ্র রয়েছে, যা এই বছর ১০,০০০-এ উন্নীত করার লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১২৭টি রেল হাসপাতাল সহ অনেক বড় রেল স্টেশনে জন ঔষধি কেন্দ্র খোলা হবে।