এশিয়ার সেরা হওয়ার আগেই বড় ঝটকা, চোটগ্রস্ত টিম ইন্ডিয়ার এই বোলার! বড় সিদ্ধান্ত নিল BCCI

বর্তমানে টিম ইন্ডিয়া (India national cricket team) এশিয়া কাপ (Asia Cup) খেলার জন্য শ্রীলঙ্কায় রয়েছে। এশিয়া কাপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে ফাইনালের টিকিট হাসিল করে নেয় রোহিত শর্মারা (Rohit Sharma)। আগামীকাল সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এদিকে আজ মরণ বাচন ম্যাচে খেলতে নামছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। বলে দিই যে, এই ম্যাচে যেই জিতবে সে ফাইনালে চলে যাবে। আর যদি বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়, তাহলে এশিয়া কাপ থেকে ছিটকে যাবে বাবর আজমরা।

তবে এরই মধ্যে এক খারাপ খবর এসেছে টিম ইন্ডিয়ার জন্য। ভারতের এই বিধ্বংসী বোলার চোট পেয়েছেন। তবে চিন্তার কারণ নেই, কারণ এশিয়া কাপে খেলা কোনও প্লেয়ার চোট পাননি। এই খারাপ খবরটি এসেছে চিনে হতে চলা এশিয়ান গেমস (Asian Games) থেকে। জানা যাচ্ছে যে, ভারতীয় দলের বোলার শিবম মাভি (Shivam Mavi) পিঠে চোট পেয়ে এশিয়ান গেমস থেকে বাদ যেতে পারেন।

আর এই খবর আসার পর বিসিসিআই (Board of Control for Cricket in India) খুব শীঘ্রই শিবম মাভির বদলে উমরান মালিককে (Umran Malik) চিনে পাঠাতে পারে। বলে দিই, উমরান মালিক গত বছর থেকে তাঁর গতির জন্য প্রচুর নাম কামিয়েছেন। এমনকি IPL-এও তিনি গতির ঝলক দেখিয়েছেন। তবে, ভারতীয় দলে সুযোগ পেলেও তেমন কিছু করে দেখাতে পারেন নি। এখন এশিয়া গেমসে তিনি যদি নিজের দক্ষতা দেখাতে পারেন, তাহলে তাঁর জন্য থাকবে সুবর্ণ সুযোগ।

umran malik xe

শিবম মাভি এই বছরের শুরুতে টিম ইন্ডিয়াতে টি-টোয়েন্টি অভিষেক করেছিলেন। এখন পর্যন্ত তিনি ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি নিয়েছেন ৭ উইকেট। অন্যদিকে, উমরান মালিক ভারতের হয়ে ১০টি ওডিআই এবং ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ১৩ উইকেট ও টি-টোয়েন্টিতে ১১ উইকেট নিয়েছেন তিনি।