ভারতের একমাত্র রাজ্য, যেখানে নেই একটিও রেল স্টেশন! চলে না ট্রেনও! নাম জানলে অবাক হবেন

ভারতে (India) সংযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্রই হলো রেল (Indian Railways) ব্যবস্থা। প্রতিদিন কোটি কোটি মানুষ এই রেল ব্যবস্থার সাহায্যেই দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যান। খরচ কম হওয়ার পাশাপাশি আরামে ভ্রমণ করার জন্য ভারতীয় রেল ব্যাবস্থার জুড়ি নেই। আর এই কারণে ভারতীয় রেলকে বলা হয় দেশের লাইফলাইন। কিন্তু আজ আমরা রেলওয়ের সাথে জড়িত এমন এক তথ্য জানাতে চলেছি যা খুব কম জনই জানে।

ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথে যাতায়াত করে। একই সময় রেলপথ সস্তা এবং আরামে যাতায়াত করা যায়। ভারতে ব্রিটিশ শাসনের সময় থেকে শুরু হয় রেললাইনের স্থাপনা। তবে আজকের মডার্ন রেলওয়ের সূচনা হয় ভারতের স্বাধীনতার পর। ভারতের প্রতিটি স্টেশনের সাথেই জড়িয়ে রয়েছে কোনো না কোনো গভীর ইতিহাস।

train engine

শতাব্দী প্রাচীন ভারতীয় রেল ব্যবস্থায় কিন্ত একটি রাজ্যে রেল পরিষেবা শুরু হয়নি এখনো, অর্থাৎ সেখানে এখনো কোনো রেল স্টেশন নির্মাণ হয়নি। কিন্তু বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল পরিষেবা দেওয়া ভারতীয় রেল এই রাজ্যে এখনো পৌঁছাতে পারেনি! সারা দেশে ৮ হাজার স্টেশন থাকলেও এই রাজ্যে সেই সুবিধা থাকছে না

এই রাজ্যের নাম সিকিম (Sikkim)। উত্তর-পূর্বের এই রাজ্যে এখনো কোনো রেল পরিষেবা শুরু হয়নি। সিকিমের সাথে সারাদেশের সংযোগকারী রাস্তা ন্যাশানাল হাইওয়ে ১০। কিন্তু জানিয়ে রাখি, বেশীদিন এই তকমা থাকছেনা সিকিমের। কারণ শীঘ্রই সেখানে রেলপথ বিস্তারের কাজ শুরু করতে চলেছে রেল। খোদ রেলমন্ত্রী ২০২৪ সালের আগে সেখানে রেল পরিষেবা চালু করার আশ্বাস দিয়েছেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button